গত ঈদে আমরা যারা বাজার করেছি, এবার ঈদের বাজারের সাথে তুলনা করে দেখলে বুঝতে পারবো কতটা কষ্ট আমাদের করতে হচ্ছে। এই ১০/১১ মাসে বাজারদর বেড়ে এমন একটি অস্বাভাবিক পরিস্থিতিতে গেছে যে, গত ঈদে স্বাচ্ছন্দে যারা ঈদ পালন করেছিলো, এবার ঈদে তাদের করুণ অবস্থার কারণে হয়তো ঘর থেকেই বের হতে পারবেন না।
নেটওয়ার্ক চুয়াডাঙ্গা নামে আমাদের একটি সংগঠন আছে। সম্পূর্ণ অরাজনৈতিক ও ছাত্র ছাত্রী দ্বারা পরিচালিত। আমরা নিয়মিত নিজেদের মাঝে যোগাযোগ রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধা বন্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। গত ঈদের আগে স্বল্প পরিসরে আমরা কিছু পরিবারকে সহায়তা করেছিলাম। জানুয়ারির ২ তারিখে আমরা প্রায় দুইশ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। এবারো আমরা একটু বড় পরিসরে আয়োজন করতে চাইছি।আগামী ২৮শে রমজান যতোগুলো সম্ভব দুঃস্থ পরিবারের মধ্যে ঈদের খাবার এর প্যাক বিলিয়ে দেওয়া হবে। আমাদের প্রস্তাবনা অনেকটা এরকম-
একটা পরিবারের চাহিদা অনুযায়ী-
পোলাও এর চাল – ১ কেজি
গরম মশলা - ২০ টাকার
আলু - ১ কেজি
পেঁয়াজ - হাফ কেজি
আঁদা - ১০০ গ্রাম
রসুন - ৫০ গ্রাম
সেমাই - ১ কেজি
চিনি - হাফ কেজি
দুধ - ১ লিটার
মাংস - ২ কেজি
তেল - **
*মোট - ১০০০/- (আনুমানিক)
নরমাল প্যাক এর মধ্যে থাকবেঃ
অনেক পরিবারকে সাহায্যের জন্য-
সেমাই - ১ কেজি
দুধ - ১ লিটার
চিনি - হাফ কেজি
*মোট - ১৩৫-১৫০/-(আনুমানিক)
এ পর্যন্ত আমরা ২৭,৭০২/= টাকা সংগ্রহ করতে সমর্থ হয়েছি।
যথাক্রমে-
১। জনাব এড শামীম-উল আলম = ১,০০০/=
২। জনাব রাফিজা আফরিন ডোরা = ১,০০০/=
৩। জনাব মবিনুল জোর্য়াদার = ২,০০০/=
৪। জনাব সাদিক আনাম জোয়ার্দার= ১,০০০/=
৫। জনাব সজিবুল ইসলাম সজিব = ১,০০০/=
৬। জনাব আরিফুল হাসান = ১,০০০/=
৭। জনাব এড শামীম-উল আলম (*কালেকশন)= ৫,০০০/=
৮। জনাব সোহেল রুবাইন = ৫০০/=
৯। জনাব জি জি বাপ্পি = ২০০০/=
১০। জনাব টুটুল নিসার= ৫০০/=
১১। জনাব মোঃ হুমায়ুন কবীর = ১০০/=
১২। জনাব রাজন আহমেদ = ২০০/=
১৩। জনাব সাফায়েত হোসেন = ১০,০০০/=
১৪। জনাব আব্দুর রাজ্জাক= ২৫২/=
১৫। জনাব ফাল্গুনী জোয়ারদার= ৫০০/=
১৫। জনাব জান্নাতুল আদন জোয়ারদার= ৫০০/=
১৭। জনাব আহমেদ আসহাব ফেরদৌস= ১,০০০/=
১৮। জনাব শামশুন নাহার বনি= ২০০/=
---------------------------------------------------------------------
এখনও পর্যন্ত সবার দান একত্রিত করে মোট = ২৭,৭০২ টাকা মাত্র ( ১৫.০৮.২০১১)
এখন এসেছি আপনাদের কাছে। আমাদের এ প্রচেষ্টায় যদি সহযোগী হতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে-
যোগাযোগঃ
খুলনাঃ
সজীবুল ইসলাম সজীবঃ +৮৮ ০১৭১৭ ০৮১৫৪৯
ঢাকাঃ
উত্তরা: এডঃ শামীম-উল-আলমঃ +৮৮ ০১৭১১ ১৩৪১৫১
মোহাম্মদপুর: শাহেদ আরাফাত শাওনঃ +৮৮ ০১৭১৮ ১১৬৯৫৯
মিরপুর: সাদিক আনাম জোয়ারদারঃ +৮৮ ০১৮১৭ ৬৬৪৩৮৭
মহাখালী: বাঁধন স্বপ্নকথকঃ +৮৮ ০১৬৭৪ ৭৭৪৬৩৩ (এইটা আমি)
রাফিজা আফরিন ডোরাঃ +৮৮ ০১৭১০ ৮২৯০৩১
চুয়াডাঙ্গাঃ
বাপ্পীঃ +৮৮ ০১৯১৭ ৩৩১০৫৬
বিঃদ্রঃ পোস্টে দয়া করে উল্লেখ করবেন সাহায্যকৃত অর্থের পরিমান। সাথে সাথে মূল পোস্টে আপডেট করা হবে। সাহায্য করার শেষ সময় ২৪ শে আগস্ট।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৫