আমার মাঝেও যারা ছাইচাপা আগুন দেখতে পায় ওদের আর কি বলা যায়
সহানুভূতির সাথে ওদের চোখে চোখ রাখি-
দেখি তা নিরেট্ সাদা, দৃষ্টিহীনতার কোন খবরই ওরা রাখে না।
আয়েশসাধ্য যে জীবন আমরা যাপন করি, তা নিরেট পাথর মনে হয়
কেবলি আরো ভাল "কি চাই জানি না"কে পাবার আশায়।
সে আশায় গুড়েবালি- আশার আয়না মহল
ভেঙ্গে খানখান, অজস্র টুকরায়।
অধরাকে ধরতে গিয়ে, অশান্তির অনলে পুড়ে
ঘোরের মাঝে কাটছে জীবন
অন্তহীন দুর্বিপাকে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩