পুরা সামু ব্লগে দেখি ভারতের দালালের সংখ্যা বাইড়া গেছে। যে কুনু পুস্টে গেলিই দেখি তারা আছেই। অন্যদেশের দালালরা তাদের ঠিকোই চিন্যা ফেলে। তারপর সবাইরে কইয়া দেয়- ওই যে আইছে ভারতের দালাল। এইপর্যন্ত সমস্যা নাই। সমস্যা লাগে যখন সুশীল কিছু ছাগীপ্রেমিক আইসা প্রস্তাব দেয়- যাননা আপনার দাদাদের কাছে, কিংবা বলে দাদাবাবুগো খোচাইলে অতো জ্বলে কেনো, তখন আমার কষ্ট হয় আমার বাপজানের বাপজানের কথা মনে কইরা (তার নামও বাবু)। ইমানে কই, আমি সব দেশের দালাল হইতে রাজী আছি, কিন্তু ভারতের দালাল না। এইজন্য আমার বাপের বাবারে পর্যন্ত গ্র্যান্ড ফাদার কইয়া ডাকি, দাদা ডাকি না।

পুনশ্চ : গ্র্যান্ড ফাদাররে পিতামহ ছাড়া আর কোনো সুন্দর বাংলায় ডাকা যায় কিনা এইটা নিয়া অভিধান সংশোধনীর প্রস্তাব দিতে চাই।
কুইজ : পশ্চিমবঙ্গ কি ভারতের রাজধানী?
প্রচারে : বাংলাদেশ অফলাইন ব্লগারস কমিউনিটি
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২২