জন্ম গ্রহণ করেন ২৭ শে মার্চ, ১৯৭৩; নাইজেরিয়ায়। ছোট বেলায় পোলিও আক্রান্ত হওয়ায় তার বাম পাটি অচল হয়ে যায় এবং হুইলচেয়ারের সাহায়্যে চলাফেরা করতে হয়।
মাত্র ৬ মাস বয়সে তিনি পোলিওতে আক্রান্ত হন। তিন বছর বয়সে এডি এবং তার মা লন্ডনের নিউহ্যামে চলে আসেন তার বাবার কাছে। এখানে তিনি পড়াশোনা করেন প্লেইসটোর সাউদার্ন প্রাইমারি স্কুলে। স্কুলটি তার শারীরিক অক্ষমতায় দারুন সহায়তা করে। খুব অল্প বয়স থেকে এডি একজন আন্তজার্তিক খেলোয়াড় হওয়ার আকাঙ্খা পোষণ করতেন।
এডি দক্ষ হুইলচেয়ার বাস্কেটবল প্লেয়ার। মিল্টন কিনেস এসেস কাবের হয়ে খেলেছেন এবং গ্রেট ব্রিটেন হয়ে এথেন্সের প্যারা অলিম্পিকে খেলেছেন ২০০৪ সালে। ব্রিটেন এ বছর ব্রোঞ্জ অর্জন করে। লন্ডনের ২০০৫ সালের প্যারা অলিম্পিকে স্বর্ণ জয় করে ব্রিটেন।
এডিপিটান এ পর্যন্ত অনেক টেলিভিশন প্রোগাম এবং ধারাবাহিকে অংশ নিয়েছেন অভিনেতা, উপস্থাপক ও অতিথি হয়ে, বিশেষ করে বিবিসির জন্য। তিনি প্রায়ই টেলিভিশকে বর্ণবাদ ও শারীরিক প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূরীকরণে প্লাটফর্ম হিসাবে ব্যবহার করেছেন। সিবিবিএস প্রচারিত ছোটদের প্রোগ্রাম ‘এক্সচেঞ্জ’-এর অন্যতম উপস্থাপক। অংশ নিয়েছেন সোপ অপেরা ইস্টএন্ডার্সে। টিভি সিরিজ ডেসপারেডোস-এর হুইলচেয়ার বাস্কেটবল কোচ Baggy Awolowo চরিত্রে অভিনয় করেন। চার পর্বের ডকুমেন্টারি বিইওন্ড বাউন্ডারিজ-এও অংশ নেন এডিপিটান যেখানে তিনি ঘুরে বেডিয়েছেন রেইনফরেস্ট, মরুভূমি, নদী এবং নিকারাগুয়ার পর্বতমালা। ২০১২ সালের প্যারা অলিম্পিক গেমসে চ্যানেল ফোরের হয়ে উপস্থাপনাও করেন।
২০১৩ সালে তিনি চ্যানেল ফোরের হয়ে Britain on Benefits প্রোগ্রামটিসহ একটি ডকুমেন্টারি Unreported World উপস্থাপনা করেন।
এডিপিটান অনেক জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধীদের জন্য সহায়তামূলক প্রতিষ্ঠানসমূহে। তিনি Go Kids Go ও Scope এই চ্যারিটি প্রতিষ্ঠান দুটির পৃষ্ঠপোষক। এডিপিটান ঘানা ভ্রমণ করেন কমিক রিলিফের সমর্থনে।
উইকিপিডিয়া থেকে
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮