বিটিটিবি বা টিএন্ডটি'র ল্যান্ডলাইন ফোনের কল চার্জ এখনও ১.৫০ টাকা। এটা লোকাল কলে ৫ মিনিটের জন্য পিক আওয়ারে। মোবাইল ফোনে করলে এক মিনেটেই ১.৫০ টাকা কাটা হয়।
অর্থাৎ ফোনে আমি ন্যূনতম ১০ সেকেন্ড কথা বললেও ১.৫০ টাকা চার্জ কাটা হবে। মাসিক লাইন চার্জ (রিডিউসড) ৮০ টাকা তো রয়েছেই...
অন্যদিকে মোবাইল ফোনে ও নব্য ওয়ারলেস ল্যান্ডলাইন ফোনে ন্যূনতম ২৫ পয়সা মিনিটে কথা বলা যাচ্ছে। ফলে বিটিটিবি'র কলচার্জ এখনও অত্যধিকই রয়ে গেল। বিটিটিবির মাথাদের উচিত প্রতি ৩ মাস পর পর তাদের ট্যারিফ নিয়ে বসা ও পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
ইতিমধ্যে অনেক গ্রাহক বিটিটিবি'র ফোন সারেন্ডার করেছেন। আমার বাসার নীচতলার চলে যাওয়া এক ভাড়াটিয়ার ফোনটি কারও কাছে বিক্রি করতে পারছে না গত ৬ মাস ধরে। অচিরেই ফোন সারেন্ডারিং ভয়াবহ রূপ ধারন করবে কারণ :
ন্যাশনাল ফোন থেকে বিটিটিবিতে কল চার্জ এখন মিনিটে ১.৩০ টাকা
রেংগসটেল থেকে ১.৪০ টাকা
ঢাকাফোন থেকে ১.৪০ টাকা
তাদের নিজেদের মধ্যে ২৫ থেকে ৩০ পয়সা মিনিট মাত্র। মাসিক কোন লাইন রেন্ট নেই।
অথচ বিটিটিবি'র নিজেদের মধ্যে এক মিনিট কথা বললে ১.৫০ টাকা গুনতে হয়।
ভবিষ্যতের সমূহ ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য বিটিটিবি'র পালস্ রেট বর্তমানের ১.৫০ টাকা থেকে ৫০ পয়সায় নামিয়ে আনতে হবে অনতিবিলম্বে।