
মিরপুরের "আমাদের পাঠশালা" য় কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে নববর্ষের র্যালী
গত বৎসর আমাদের পাঠশালা নামে একটা স্কুলের নববর্ষ র্যালীতে গিয়েছিলাম। দরিদ্র শিশুদের জন্য নামমাত্র বেতনে উন্নত শিক্ষা প্রদানের প্রত্যয়ে একদল তরুনের স্কুল-পরিচালনা দেখে রীতিমত মুগ্ধ হয়েছিলাম। একদম দেশীয় মেধা ও মডেলে শিশুদের অন্তস্ত প্রতিভাকে বের করে আনার জন্য সংস্কৃতি ও ভাষার নানা অনুষ্ঠান-উপলক্ষ্য বেশ সাড়ম্বরে পালন করে থাকে। এ নিয়ে গত বৎসরের পোস্টটা দেখতে পারেন এখানে ।
আমাদের পাঠশালা নিয়ে আমার প্রত্যাশা বহুমুখী। কোন এক অদ্ভুত কারণে এই স্কুলটির শিক্ষাদান পদ্ধতিকে আমি আদর্শ মনে করি। সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর যা শ্রী - একদম স্বেচ্ছাসেবা ও পাবলিক ডোনেশনে পরিচালিত এই স্কুল সে তুলনায় হাজার গুণ উন্নত। সবচেয়ে বড় কথা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নেয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কেবল এখানে পড়ায় - শিক্ষাদানকে সবচেয়ে জরুরী কাজ মনে করে। ফেসবুকে স্কুলটির একটা গ্রুপ আছে - আগ্রহীদের শুভাকাঙ্খী হবার আহবান জানাই। ক্লিক করুন এখানে।
স্কুলটির অবস্থান হচ্ছে, হাউস ৪০, সড়ক ২৫, ব্লক-ডি, সেকশন-১২, পল্লবী। যোগাযোগ করতে পারেন এই নম্বরে - ০১৭২১৬২৩৬২৭। একটু পরেই শুরু হবে জমজমাট মঙ্গল শোভাযাত্রা। বিশ্বাস না হলে প্রথম লিংকটায় দেয়া ছবিগুলো আবার দেখুন। উৎসবের দিক থেকে চারুকলার থেকে কোন অংশে কম নয় - একদম বস্তিবাসী শিশুদের উচ্ছ্বাস দেখে বিমুগ্ধ হবার গ্যারান্টি দিয়ে রাখছি ষোলোআনা। আপনাদের সবাইকে আহবান জানাচ্ছি অংশ নেবার জন্য।