
র্যালীর ছবি তুলেছে রাহা
৮টা ৩০। র্যালীতে যাবার জন্য সিএজিতে ওঠার আগে এক প্যাকেট সিগারেট কিনলাম। ম্যাচ সহ দাম ৯০টাকা। আমার ম্যাচ লাগবে না বলাতে পাশে দাড়ানো বাসের এক কন্ডাক্টর বললো ম্যাচটা তো ফ্রি পাবেন।
একটু বিনিময়। আমি দেখলাম তাকে। জীর্ণশীর্ণ। জিজ্ঞেস করলো, একদিনে কি শেষ করতে পারবেন? বললাম, দু-একটা থাকতে পারে!
লোকটা বিড়বিড় করে বললো, আমার সারাদিনের কামাই!
না শোনার ভান করে সিগারেট আর ফিরতি টাকা নিয়ে সিএনজিতে উঠে বসলাম। বিজয়ের র্যালীতে যাবার জন্য লেট হয়ে যাচ্ছে। মাথার মধ্যে এখন প্রান্তিকদের নিয়ে ভাবার ফুরসুত নাই।
শাহবাগে পৌছে ফেস্টুন, প্লাকার্ড আর ব্যানার নিয়ে ব্লগাররা ঘুরে এলো রাজপথ। ডাস, ফুলার রোড ঘুরে শহীদ মিনার। তারপরে আবার জাদুঘরে।
বিজয়ের আনন্দের মাঝে একবারও আমার মনে হয় নি, বাস কন্ডাক্টরের জানা আছে কিনা বিজয়ের অর্থ!
বিজয় তাদরে কাছে অধরাই!
জামাল ভাস্কর তুলেছেন র্যালির এই ছবিটি