ভালোবাসার আরেক নাম কৃষ্ণচূড়া
দাদার বাড়িতে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ ছিল । কিন্তু তা এত উঁচু ছিল যেঁ ঘাড় উঁচু করে দেখতে হতো । ছোট বেলার ছোট খাটো একটা মানুষের পক্ষে বার বার ঘাড় উঁচু করে মাথার উপরে কৃষ্ণচূড়ার লাল ফুল গুলো দেখা সম্ভব হতো না । শুধু কৃষ্ণচূড়ার ফলের বীজ গুলো কুড়িয়ে জোর বিজোড় খেলতাম ।
সময়ের বিবর্তনে বিলুপ্ত হয়েছে সেই কৃষ্ণচূড়া গাছ তবে বিলুপ্ত হয়নি তার প্রতি আমার ভালোবাসার । ঠিকানা বদলেছে কিন্তু বদলায়নি কৃষ্ণচূড়ার প্রতি ভালোবাসা ।
বড় শখ ছিল আমার স্থায়ী ঠিকানার উঠোনে লাল লাল ফুলে ভরতি একটা কৃষ্ণচূড়া গাছ থাকবে ।
কিন্তু শহর কেন্দ্রিক জীবন যাপনে এমন অনেক শখই এক সময় ম্লান হয়ে যায়।
খুব বেশি দূরে নয় আবার খুব কাছে নয় তবে হৃদয় হরণ করা যেঁ কৃষ্ণচূড়া আমার জানালায় উকি মারে তাকে নিয়ে আমি কেবল একটি লাইনই বলতে পারি
! আমি পাইলাম আমি ইহাকে পাইলাম !
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০