অন্ধকারে নাকি নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়, লোকে বলে
তাই বলে কি অন্ধকারের মানুষগুলো ভেসে যাবে জলে ?
না হয় যাক সব ছেড়ে
ছায়াও হারাক অন্ধকারে
অন্ধকারকে যেন না করি ভয়
অন্ধকারেই তো হয় জোছনার জয়
অন্ধকারের কোন আলো নেই কে বলে ?
চাঁদ আর তারা সে তো অন্ধকারেই জ্বলে।
না থাকুক কোন বন্ধু, না থাকুক কোন স্বজন, না থাকুক ভালোবাসা, না থাকুক প্রিয়জন
তবুও ভয়ের কিছু নেই । তিনি একজনই , যিনি আছেন সর্বাবস্থায়, সর্বদা, তিনি সৃষ্টিকর্তা ।
আরও আছে একজন। শুধু খুজে নিতে হবে ।
কিভাবে ?
তবে বলি শোন
চলতে চলতেই হঠাৎ থেমে যাবে তুমি
ক্লান্তির কাছেও মিলবেনা ক্ষমা
কখনো নুয়ে পরবে ভারে
আলো হারিয়ে যাবে অন্ধকারে ।
শত কোটি মানুষের মাঝেও মনে হবে একা
হৃদয়ের অলিগলি তন্ন তন্ন করে খুজেও পাবেনা কারও দেখা
তবুও তুমি একা নও, তোমার আছে তুমি
আর আছে একজন, যিনি অন্তর্যামী ।
কখনো ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি
এক চিলতে হাসি সবসময়ই থাকবে ঠোঁটের কাছাকাছি
লুকাবে সব বেদনা লুকাবে সব ব্যর্থতা
জেনো এ মনশক্তি তোমার, নয় নিজের সাথে কোন স্বার্থপরতা ।
কখনো হৃদয় সুমুদ্রে হবে ঝড়
কখনো হবে হাহাকার, কখনো হৃদয় শুকনো বালুচর
তবু রেখো হৃদয় শান্ত নদীর মত বহমান
হোক না হয় শুন্যতা আকাশ সমান ।
কখনো হবে অনেক ব্যথা, হৃদয়ের ক্ষতগুলো দগদগে ঘা
না দেখিয়ে কোন মমতা
সরব নয় কর নীরব আর্তনাদ
জেনো তোমারই আছে ব্যথা সয়ে যাওয়ার অসীম ক্ষমতা ।
কখনো উপায় থাকলেও তুমি নিরুপায়
হার মেনে নেওয়া নিয়তির কাছে তুমি অসহায়
কঠিন থেকে কঠিনতর হবে অসহায়ত্বের শেকল
তবুও থাকবে তুমি তোমার পথে অবিচল ।
কখনো ক্রোধের আগুনে পুড়ে নিজেই হবে দগ্ধ
চিৎকার করে ফেটে আবার নিস্তব্ধ
আগ্নেয়গিরির মতো ক্রোধে ফেটে পরবে যখন
ভালোবাসার বৃষ্টিজলে নেভাও সে দহন ।
দুঃখ কষ্ট হতাশা কোন কিছুকে না দিয়ে প্রশ্রয়
তুমি নিজের মাঝেই খুজে নাও নিজের আশ্রয়
না হয় জ্বলুক আশার বাতি টিপ টিপ
তবু জেনো, তুমি নিভে যাবে সেদিনই যেদিন নিভে যাবে জীবন প্রদীপ ।
যখন জীবন শুকিয়ে যায়
ছায়ারাও গিয়ে আড়ালে লুকায়
বেঁচে থাকার দায়ে যখন আলোর প্রয়োজন
এ যেন হয় তোমার নিজের সাথেই নিজের কথোপকথন ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯