আমাদের আশেপাশে কিছু বাস্তববাদী ও উচ্চশিক্ষিত বিজ্ঞানমনস্ক মুসলিমরা ইসলাম ধর্মে বিশ্বাস যতটুকুই করুক না কেন, কথায় শত ভাগ বিশ্বাসী। বিজ্ঞানের সবকিছু যে আল কোরআনে আছে এটা আয়াত সহ বু্ঝিয়ে দিতে পারবে। কোরআনের কথা বিজ্ঞান দিয়ে প্রমান করার কতই না চেষ্টা তাদের। কোনো কোরআনের আয়াতের ভুল ধরা হলে বলবে শানে নুযূল ও তাফসীর জানতে হবে। শানে নুযূল আর আয়াত একত্র করে না বুঝাতে পারলে বলে এই আয়াত রূপক অর্থে লেখা, এর আসল ব্যাখ্যা জানেন বুজুর্গ -আলেমগণ। আর তাদের মন মত ব্যাখ্যা না দিলে ঐসব বুজুর্গ -আলেমগণ ভুল ব্যাখ্যাকারী।
এই সব মুসলিমদের মুখের কথা হচ্ছে , আল কোরআনে ও হাদিস জ্ঞান-বিজ্ঞানের চাবিকাঠি। দৈনন্দিন জীবনযাপনের জন্য যা জানা দরকার তার সবই আছে কোরআন-হাদিসে। কিন্তু তারা দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় অনেক কিছুর জন্যই আল-কোরআন ও হাদিস পড়ে সিদ্ধান্ত নেয় না। এদের অধিকাংশের কর্মকান্ড দেখে বুঝার কোন উপায় নাই যে, এরা বিশ্বাসী। সাপ্তাহিক জুম্মা ও দুই ঈদের নামাজ পড়া, আর কয়েকদিন না খেয়ে রোজা থাকা ছাড়া জীবনযাত্রায় এদের সাথে অবিশ্বাসীদের খুব বেশি পার্থক্য নাই। কিন্তু ঠিকই এরা অবিশ্বাসীদের নৈতিকতা এবং আদর্শ নিয়ে প্রশ্ন তোলে। অবিশ্বাসীরা খারাপ বলে গলা ফাটালেও, অবিশ্বাসীদের দেশে নিজেদের বা তাদের ছেলেমেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য পাগলের মত চেষ্টা করে।
নামায ছাড়তে পারে কিন্তু দুনিয়াদারীর কোন ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেয় না। ধর্ম মনমত কিছু মানে, কিছু মানে না। অথচ ইসলাম ধর্মে এমন ইচ্ছা মত মানার কোন সুযোগের কথা কোথাও বলা নাই। সব জানার পরেও, ইসলাম ধর্মের কোন কিছু ঠিক ভাবে পালন না করলেও, এরা মুসলিম । এই বিশ্বাসী মুসলিমরা কোরআন-হাদিস না মেনে চললেও, মুখে বলতেও পারেনা যে কোরআন-হাদিস মেনে জীবন- যাপন সম্ভব না। তারা বলে “চেষ্টা করি”। এই ''চেষ্টা করি'' বলাটাও তাদের '' বিশ্বাস করি'' বলার মত আরেকটা মিথ্যা। এরা দুনিয়াদারীর কোন সামান্য জিনিসের জন্য যতটুকু চেষ্টা করে, তার কানাকড়িও করে না ধর্মের জন্য। এরা জানে এদের বিশ্বাসে ত্রুটি আছে, বিশ্বাস এদের যায় যায় অবস্থা, তাই এদের ধর্মানুভূতি খুব বেশি। সেজন্য ইসলাম ধর্মের সমালোচনা করা হলে, এরা সহনশীলতার পরিচয় না দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং কথায় কথায় নাস্তিক, কাফের, মুশরিক, মুনাফিক, ফ্যাসিক ইত্যাদি বলে গালাগালি শুরু করে। ইসলাম ধর্মে বিশ্বাস করি ও মেনে চলার চেষ্টা করি বলে এই উচ্চশিক্ষিত মুসলিমরা তাদের ধর্ম ও নিজেদের সাথে কেবলই প্রতারণা করে যায়।
ছবিসূত্র: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪