প্রভু কহিলেন , শুনিলাম তুমি নাকি নারী অধিকার নিয়া বেজায় চিন্তিত ?
আমি কহিলাম , আজ্ঞে হ্যাঁ! বাংলাদেশে পুরুষ শাসিত সমাজে নারীরা বড়ই কষ্টে আছে,কিছু নারী নেত্রীরাও একি ভাবে চেষ্টা চালাইয়া যাইতেসে,এই ধরেন আমাদের তসলিমা নাসরিন আপা
প্রভু কহিলেন , হুম বুঝিলাম !বেশ ভালো কাজ করিতেছো, তা নারী অধিকার নিয়া এহেন কর্মকাণ্ডে তুমি পুরুষ হইয়াও শ্রম দিয়া যাইতেছো,পুরুষ অধিকার নিয়া কোন নারীকে কেন কিছুই বলিতে শুনিতে পাই না তোমাদের বঙ্গদেশে ??
আমি কহিলাম , আজ্ঞে ইহা কি কহিলেন প্রভু ! পুরুষদের আবার অধিকার কিসের !?
প্রভু কহিলেন , তুমি যেন কোন দেশে কামলা দিতেছো ?
আমি কহিলাম , আজ্ঞে ইতালি
প্রভু কহিলেন , সেথায় তো জানিতে পারিলাম পুরুষ অধিকার নিয়াও আইন আছে,কোন প্রেমিকা যদি অন্য যোগ্য প্রেমিক পাইয়া তাহার পুরনো প্রেমিককে ছাড়িয়া দেয়,তাহলে প্রেমিক তাহার প্রেমিকার বিরুদ্ধে মানসিক হয়রানি এবং আর্থিক ক্ষতির মামলা করিতে পারে,এবং স্বামী-স্ত্রীর বেলায় ও যদি স্ত্রী তাহার স্বামীকে ছাড়িয়া দেয় তাহাকে উপযুক্ত কারন এবং আর্থিক ক্ষতির স্বীকার হইলে স্বামীকে তাহা ফেরত দিতে হইবে,নচেত পুনরায় বিবাহ করিতে পারিবেনা, এমন কি কারন দেখাইতে না পারিলে স্ত্রীর জেল ও হইতে পারে_________ । কিন্তু তোমাদের বঙ্গ দেশে কোন প্রেমিকা চাহিলেই তাহার প্রেমিক কে টাটা-গুড বাই বলিয়া যাইতে পারে,অন্য কারো গলায় ঝুলিতে পারে_________ এমন কি কোন স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে,এবং স্বামীর সেই তালাক মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকেনা _________ কারন বাংলাদেশের আইনে স্বামী যদি স্ত্রীকে কোটি টাকার সম্পদ দেয় আর স্ত্রী যদি সেটি খরচ করিয়া ফেলে তাহলে স্বামী তাহা ফেরত চাইতে পারিবেনা,স্বামীকে তালাক দিতে হইলে উপযুক্ত কারন এবং স্ত্রীর ভরন পোষণ দিতে হবে তার স্ত্রীর ২য় বিবাহ না করা পর্যন্ত_________
আমি কহিলাম , ইয়ে মানে _________প্রভু ইহাতো আমাদের সমাজের নিয়ম,পুরুষরাও তো ইভ টিজিং,এসিড,ধর্ষণ সহ অনেক নারীর সম্মান হানি হয় করিতেছে________ তাই পুরুষ অধিকার আইনের কথা কেউ ভাবেনি!
প্রভু কহিলেন , বাছা যে কর্ম গুলা বলিলা সেইগুলার জন্য কি দেশে কোন আইন আছে ? বিচার হচ্ছে না অনেক ক্ষেত্রেই আমি জানি কিন্তু শাস্তির বিধান কি আছে ?
আমি কহিলাম ,আজ্ঞে আছে
প্রভু কহিলেন , তোমরা পশ্চিমাদের থেকে,মিনি স্কারট,সমকামিতা,লিভ টুগেদার,পশ্চাৎদেশ দেখাইয়া প্যান্ট পরা সহ হাজার ও ধার করা সভ্যতা আমদানি করিতে পারো, এই পুরুষ অধিকারের আইন খানা কি আনিতে পারো না ______?
আমি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলাম তাহলে যে সকল নারী নেত্রীরা তাহাদের স্বামীকে ছাড়িয়া কিটি পার্টি আর জুয়ার আসরে রেডিসনে বসিয়া থাকে তাহারাই সবার আগে লাল ঘরে চলিয়া যাইবে,তখন নারী অধিকারের আন্দোলন করার আর কেউ থাকিবেনা:/
—সৌজন্যে ____ Mizan Bhai (тнэ ояigiидl вндi оf Bаnglаdesh)