-তোমার সাথে যদি আমার রিলেশন হতো তাহলে এখনকার থেকে আরও অর্ধেক কথা কমিয়ে দিতাম, মনে করো সপ্তাহে ৩ দিন কথা বলতাম। আমরা যেমন স্কুলে প্রাইভেট পড়তাম না সপ্তাহে ৩ দিন ; শনি, সোম, বুধ না হয় রবি, মঙ্গল, বৃহস্পতি এমন করে।
-কেন?
-রিলেশন করলে কি আর তুমি এমন থাকবে, থাকবেনা। তখন অধিকার বেড়ে যাবে আমার উপর তোমার। আর তাই তুমি তখন বেশি বেশি উপদেশ দিবে, মাঝেমধ্যে এইটা ঐটা করার জন্য প্রমিজ করাবে। এসব থেকে একটু দূরে থাকার জন্য ঐ সিস্টেম। ভেবে নিতে পারো তোমার প্রেমিক তখন তোমার স্টুডেন্ট হয়ে যাবে।
-তোমার কি প্রতিদিন দেখা করতে বা কথা ইচ্ছে করবেনা তখন?
-করবে, কিন্তু প্রতিদিন কথা বলে এই জ্ঞান দেওয়াতো সহ্য হবেনা।
-ভালো চাইলেই জ্ঞান দেওয়া হয়ে যায় তাই না?
-ভালো চাইতেই পারো কিন্তু ভালো চাইতে চাইতে আমি যে আমি থাকবোনা তখন কাকে ভালোবাসবে। যাকে ভালোবাসতে সে তো তোমার জ্ঞান নিতে নিতে পাল্টে যাবে।
-পাল্টাবে না।
-মানুষের স্বাভাবিক ভাবে জীবন চালনায় যখন দিক পাল্টে দেওয়া হয় তখন সে না চাইলেও পাল্টে যাবে। কারণ সব দিক তার জন্য স্বাভাবিক নাও হতে পারে।
-আচ্ছা বাদ দেওতো। তোমার মতো একটা ভূতের সাথে রিলেশন করে কে!