-আমি তোমার জন্যই এখনো আছি।
-কেন?
-জানি না। মনে হয় থাকা উচিত, যতদিন না তোমার একটা স্থায়িত্ব আসে জীবনে ততদিন।
-স্থায়িত্ব মানে কি?
-জীবনের একটা স্থিতিশীলতা। এমন একটা কিছু হওয়া যেন তোমার এই অশান্ত মনটা শান্ত হয়ে যায়।
-আমি কিছুই বুঝতেছিনা, একটু বুঝিয়ে বলো।
-সময়ই সব বুঝিয়ে দিবে। একটু সবুর করো।
-তুমি যখন বুঝছো, আমাকেও বুঝাও।
-না, তাহলে তো সব খোলাসা হয়েই গেলো। কারণ বিষয়টা এমন কিছু যা ভবিষ্যতে, অতীতের কথা চিন্তা করলে এমনই পরিস্কার হয়ে যাবে। আমি চাইনা জীবনের স্বাভাবিক এই গতিটা বর্তমানে এসেই পূর্ণতা পাক।