-আমি আশেপাশেই ঘুরি কিন্তু কথাগুলো বলতে পারি না।
-কেন?
-হয়তো বুড়ো হয়ে গেছি তাই এমন হচ্ছে।
-তোমার কথার কোন আগাগোড়া খুঁজে পাচ্ছি না আমি।
-বলছি যদি আর এক-দেড় বছরও আগে হতো এই সময়টা তাহলে ঝটপট কোন কিছু বলে দিতাম। আমি যেকোন সিদ্ধান্ত খুব দ্রুত নিতাম আগে কিন্তু এখন কোন সিদ্ধান্তেই যেতে পারছিনা।
-সিদ্ধান্তে গেছো ঠিকই, তুমি সাহস হারিয়ে ফেলছো এখন। তুমি একটা ভীতু।
-কাপুরুষও বলো
-বলবোই তো। সবকিছু নিজের অনুকূলে তাও যে এতো ভয় পায়, সঙ্কোচ করে সে তো.....
-কাপুরুষ।
-উফফ, তোমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে।
-পারবেনা, তোমার পক্ষে আমার কোন ক্ষতি করা সম্ভব না। আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকলে তুমি আর কিছুই করতে পারবেনা।
-সেটাই তো সমস্যা। তুমি এমন একজন মানুষ যাকে মারাও যাবে না।
-হা হা হা
-হাসো, বেশি করে হাসো। তুমি খুব মজা পাও এসব করে তাই না!
-হুম, কারণ এখনই মজা। যখন সব বলে দিবো তখন কি ঘটবে সেটা নিয়ে সংশয় আছে কিন্তু এখনকার আনন্দটা একদম নিরেট, কোন সংশয় নেই।