>>>>
বৈশাখ এসেছে আমাদের উষ্ম উপত্যাকায়। যখন তাপদাহে অস্থির হয়ে পড়েছে পৃথিবী। রুদ্র বৈশাখকে ভয়ানক জেনেও এখন কালবৈশাখীর জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছি। আসুক না একবার।
>>>>
অনেকদিন পরে আজ কজনের লেখা পড়লাম। ভালো লাগল। সবাই পুরনো লোক। শক্তিমান লিখিয়ে। তাদের লেখা পড়তে পড়তে লেখার বড় সাধ জেগেছে। আমি কি দুটো অক্ষর লিখবো !!
অ, আ, ক, খ... অক্ষর দিয়েই হোক শুরু
>>>>
এত তাড়াতাড়ি চোখে ঘুম নেমেছে। অবাক ব্যাপার। নামুক। ঘুম হচ্ছে শান্তির জিনিষ। কতজনকে দেখি বিনিদ্র রজনী কাটাতে। একটু ঘুমের আশায় রাত্রিভর এপাশ ওপাশ আর ছটফটানি টের পেয়ে কারো কারো জন্য করুনা জাগে আর নিজের উপর নিজের একধরনের ভাললাগা পেয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৭