গতি-দ্য স্পীড। বাংলা চলচ্চিত্রের এক নতুন দিগন্ত!
দেশ আজ এক ক্রান্তি লগ্নে উপনীত। সমগ্র দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আজ এক স্থবির অবস্থা বিরাজমান। রাজনৈতিক অস্থিতিশীলতা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের অভাব, হত্যা-গুম সব মিলিয়ে দেশের মানুষের কাছে একটু প্রাণখুলে হাসতে পারা এখন সৌভাগ্যের বিষয়। সাম্প্রতিক সময়ে খুব কম উপলক্ষ্যেই সারা দেশের মানুষ একসাথে প্রাণ খুলে হাসার সুযোগ পেয়েছে। আর সর্বশেষ সেই উপলক্ষ্যটি এনে দিলেন বাংলাদেশের আলোচিত নায়ক ও প্রযোজক এম.এ.জলিল ওরফে অনন্ত।
বাংলাদেশ সরকার কর্তৃক বেশ কয়েকবছর ধরে সিআইপি মর্যাদা ভোগ করা এই ধনকুবের ব্যবসায়ী গত বেশ কিছুদিন যাবৎ দেশের চলচ্চিত্রের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। নিজের টাকায় সিনেমা বানিয়ে এবং নিজেই সেখানে নায়ক হয়ে তিনি পর পর উপহার দিয়েছেন “খোঁজ-দ্য সার্চ” এবং “হৃদয় ভাঙ্গা ঢেউ” এর মত দু’দুটি ব্লকবাস্টার কমেডি ছবি। এরই ধারাবাহিকতায় তিনি এবার নিয়ে এসেছেন তার নতুন চলচ্চিত্র “দ্য স্পীড”, যেখানে তিনি ছাড়িয়ে গিয়েছেন নিজের অতীতের সব পারফরম্যান্স!
একজন অনন্তভক্ত হিসেবে আমার দায়িত্ব তাঁর সব ছবি হলে গিয়ে দেখা। তাই দ্য স্পীড মুক্তি পাওয়ার সাথে সাথেই তা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। অপেক্ষার প্রহর শেষে গত শনিবার (১২মে) গেলাম বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। গিয়ে দেখি সে এক এলাহী অবস্থা! সিনেপ্লেক্সে ঢোকার জন্য বিশাল লাইন। সবাই পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন অনন্ত তথা স্পীড দর্শনে। শুনলাম আজকের সব টিকিটই নাকি আগের দিন বিক্রি হয়ে গেছে! বুঝতে পারলাম, দেশের মানুষ হাসিনা-খালেদা-এরশাদ এমনকি ডঃ ইউনুসের চেয়েও অনন্তকেই বেশি ভালোবাসে।
যাই হোক, দীর্ঘ লাইন পেরিয়ে ঢুকলাম মূল সিনেমা হলে। সিট খুঁজে বসার সাথে সাথেই দেখি শুরু হয়ে গেলো “দ্য স্পীড”। অনন্তর জনপ্রিয়তা নিয়ে আমার ভাবনা যে অমূলক নয়, তার প্রমাণ অনন্তর নাম পর্দায় ভেসে উঠার সাথে সাথেই সমস্ত হল জুড়ে দর্শকদের তুমুল করতালি।
এবার আসি সিনেমার বর্ণনায়। প্রথমেই দেখানো হলো বাংলাদেশের বিজনেস টাইকুন অনন্য চৌধুরীর (চলচ্চিত্রে অনন্তর নাম) পরিবার। পরিবার বলতে তার এই পৃথিবীতে একমাত্র সম্বল- আদরের ভাতিজি দৃষ্টি (দীঘি)। এছাড়াও আছে দৃষ্টির দুজন সেবিকা, যাদের দেখে আপনারা আবার কেউ ব্রক্লেসনার অথবা জন সিনা ভেবে ভুল করবেন না যেন! রীতিমত হাতির বাচ্চা সদৃশ এই দুই সেবিকার একমাত্র কাজ, হাতে ট্রে নিয়ে দীঘির দুপাশে দাঁড়িয়ে থাকা। দীঘির কাছ থেকে বিদায় নিয়ে গুরু চলিলেন নিজের ফ্যাক্টরি এ.জে.আই গ্রুপে। যাওয়ার পথে এক বেকার যুবককে দুইটাকার নোটের মত করে একখানা চাকরিও দিয়ে গেলেন। ফ্যাক্টরিতে যাওয়ার পর বোঝা গেল, অনন্য চৌধুরী একজন ধনাঢ্য ব্যবসায়ী হলেও আদতে তিনি একজন যন্ত্রপ্রকৌশলী। কেননা ফ্যাক্টরীতে দক্ষ মেকানিকও যেই মেশিন ঠিক করতে পারলো না, অনন্যর এক ছোঁয়াতেই তা ধপাধপ কাজ করা শুরু করে দিল।
অনন্য চৌধুরীর সততার কাছে দেশের অন্য সব ব্যবসায়ী তখন রীতিমত অসহায়। সমস্ত দেশে চাল, ডাল, কাপড়-চোপড় থেকে শুরু করে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পর্যন্ত সব ব্যবসাতেই তার আধিপত্য। এদিকে অসৎ ব্যবসায়ীদের নেতা আলমগীর, যিনি কিনা ধূমপান ছাড়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, হাতে একটি নেভানো সিগারেট ঘুরাতে ঘুরাতে বললেন, “নোবেল প্রাইজ কীভাবে আসে তা আমরা যেমন জানি, তেমনি অনন্য চৌধুরী কি খেয়ে এইসব সিনেমা বানায়, তাও আমরা জানি।” বোঝা গেল, হিলারী ক্লিনটনের তদবিরেও অনন্য চৌধুরীর বাঁচার চান্স কম। আলমগীরের নির্দেশে অনন্যকে মারতে বিশাল গুন্ডা বাহিনী আসলো, যারা অনন্তর সুডৌল দেহের ঝলকানিতে এক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেলো! উপায় না দেখে আলমগীর খবর দিলেন বিখ্যাত মাফিয়া ডন অ্যান্ড্রুকে। ঘটনাচক্রে জানা গেল, অ্যান্ড্রু আসলে বাংলাদেশেরই কৃতী শ্যুটার এনায়েতুল্লাহ। ২৫বছর আগে বিদেশে শ্যুটিং টুর্নামেন্টে খেলতে যেয়ে তিনি চম্পট মেরেছিলেন। অ্যান্ড্রুর এই কাহিনী শুনে হঠাৎই আমার চোখের সামনে ম্যাঞ্চেস্টার কমনওয়েলথ গেমসে চম্পট দেওয়া বাংলাদেশের কৃতী সাঁতারু কারার ছামেদুলের চেহারা ভেসে উঠলো। আহারে! ছেলেটা দেশে থাকলে এতদিনে মাইকেল ফেলপস আর ইয়ান থর্পের নাকের পানি চোখের পানি এক করে ফেলতো।
যাই হোক, এরপর বুড়িগঙ্গায় অনেক জল গড়ালো, সেই জলে অনেক বেওয়ারিশ লাশও পাওয়া গেলো। হঠাৎই দৃশ্যপটে হাজির অনন্যর অফিসের ম্যানেজারের বোন সন্ধ্যা (মালয়েশিয়ান সুপার মডেল(!) পারভীন)। সুদূর ইংল্যান্ড থেকে তিনি আসলেও এত ফ্লাইট থাকতে ঠিক কী কারণে তিনি পাকিস্তান এয়ারওয়েজের ফ্লাইটে করে ঢাকায় এলেন, তা বোধগম্য নয়। তিনি এসেই অনন্যর প্রেমে পড়লেন, অনন্যও তার প্রেমে পড়লো। দুজনে মিলে গান গাইলো “আমি রোমিও, তুমি জুলিয়েট। প্রেম করিতে আজ, করবো নাকো লেট।” এরপর দীঘিকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে যাওয়ার অপরাধে সন্ধ্যা অনন্যর কোম্পানি হতে বরখাস্ত হলেন, তবে জরিমানা স্বরূপ ঐ রাতেই অনন্য তাকে বিবাহ করলেন। আমাদের এম.এ.জলিল ওরফে অনন্ত ওরফে অনন্য সাহেব যে হা-ডু-ডু খেলার খুব ভক্ত, তার প্রমাণ তিনি বাসর ঘরে দিয়েছেন। অনেক কসরত করে সন্ধ্যাকে জাপটে ধরে তিনি নিজেদের চাদরে ঢেকে ফেলে বুঝিয়ে দিলেন, এই সিনেমা ছোট-বড় সবার জন্যই।
এরপর শুরু হলো আসল সিনেমা। জ্বি, প্রিয় পাঠক, প্রায় এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর বুঝতে পারলাম আসল সিনেমা এখন শুরু হয়েছে, যখন দেখলাম অনন্য সাহেব আর সন্ধ্যা হানিমুনে যেয়ে একই ডিজাইনের আলাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরে কক্সবাজারের সৈকতে গড়াগড়ি খাচ্ছে, হঠাৎ করে আবারও দুষ্টু আলমগীরের গুন্ডা বাহিনী সেখানে অ্যাটাক করলো, আর ‘ক্রসফায়ারে’ পড়ে দীঘির করুণ মৃত্যু হলো।
এরপর সিনেমায় যা ঘটলো, তা বর্ণনা করার সাহস/ক্ষমতা কোনটাই আমার নেই। প্রিয় ভাতিজিকে হারিয়ে অনন্য গেলো মালয়েশিয়ায়। সেখানে ইলিয়াস আলীর মত সন্ধ্যাকেও হঠাৎ করে গুম করে ফেলা হলো। ধুন্ধুমার অ্যাকশান, হৃদয় উথাল-পাথাল করা আবেগ, এক মালয়েশীয় ললনার সাথে সাময়িক প্রেম এবং সন্ধ্যাকে খুঁজে বের করার মিশন – সব মিলিয়ে এক অবিশ্বাস্য “ঈশপীড” এ ছবি এগিয়ে গেলো। আর শেষ দৃশ্যে যে ক্লাইমেক্সটি দর্শকদের জন্য অপেক্ষা করছিলো, তা বর্ণনা করতে স্বয়ং রবী ঠাকুরও উপমার সংকটে পড়বেন নিশ্চিত। শুধু এই ক্লাইমেক্সটি দেখার জন্যই আমি ঠিক করেছি, আরও একবার পুরো ছবিটি দেখবো। আর পুরো সিনেমায় অনন্য সাহেবের কাজাখস্তান এবং হন্ডুরাসের ভাষার মিশ্র উচ্চারণে ইংরেজী বলা শুনলে আমি নিশ্চিত, ব্রিটিশ কাউন্সিল এদেশ থেকে তল্পিতল্পা গুটিয়ে পালাবে! বিশেষ করে “ঈশটপ। গিব মি ইয়ুর কাড়।” অথবা “আই ডন ওয়ান টো কিলিউ। আই ওয়ান ইয়ুর আই কোন্টাক।” টাইপ ডায়ালগ শুনলে যে কেউ ভিড়মী খেতে বাধ্য।
এতক্ষণ যা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম, তাতে পুরো সিনেমার সিকি ভাগ আমেজও আপনি পাবেন না। পুরো মজা নিতে হলে আপনাকে অন্তত একটিবারের জন্য হলেও হলে যেয়ে পুরো ছবিটি দেখতে হবেই! বর্তমানে এর চেয়ে কম খরচে এত খাঁটি বিনোদন সমস্ত পৃথিবী চষে বেড়ালেও আর কোথাও পাবেন না। আর সমস্ত দেশবাসীর পক্ষ থেকে জনাব এম.এ.জলিল অনন্ত কে জানাই প্রাণঢালা অভিনন্দন। দেশবাসীর মুখে হাসি ফোটানোর জন্য আপনার এই প্রয়াস অবশ্যই সফল। এজন্য আপনাকে অবিলম্বে নোবেল শান্তি পুরস্কারে (সৈয়দ আশরাফুল ইসলাম কর্তৃক যাচাইকৃত) ভূষিত করার দাবি জানাচ্ছি।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন