গত পর্শু দিন দেশের মানুষ এক অভুতপূর্ব ঘটনা উপভোগ কর্লো।আর তা হল খালেদা জিয়ার বাড়ি নিয়ে মঞ্চায়িত নাটক। প্রথমেই এদেশের দুই কৃতী দামাল নারী দেশনেত্রী ও জননেত্রী কে অভিনন্দন। কেননা এই নাটকের মাধ্যমে তারা ২জন দেশের রাজনীতিকে সাফল্যের পথে আরও একধাপ এগিয়ে নিয়া গেলেন। এতদিন দেশের রাজনীতি তে চলতো নাম দখল,জমি দখল,হল দখল,চর দখল,এমন্কি ক্রীড়া ফেডারেশন দখল। তবে এবার এই লিস্টে নতুন সংযোজন হলো বাড়ী দখল। এই স্টাইলো কিন্তু নতুন করে শুরু হয় নাই। ২০০১-০৬ শাসনামলে বেগম জিয়া ধানমন্ডিতে শেখ রেহানার বাড়ী দখল করে ধানমন্ডি থানা বানায়ে নিজেই গিয়ে উদ্বোধন কর্লো। নিজের বোনের বাড়ী দখল হয়ে গেলো আর হাসিনা চুপচাপ মেনে নিবে- বাঙ্গালী এমন হৈলে ত ভালৈ হৈতো। যাই হোক,হাসিনা আপা ক্ষমতায় এসে ডাইরেক্ট খাণেদা জিয়া কেই আউট কইরা দিলো। ব্যস,আর লাগে কি????শুরু হয়া গেলো হর্তাল,ভাংচুর। ঈদের ২দিন আগে হর্তাল দিয়া কী লাভ হৈলো,এটা এখনো বুঝতাসি না।আর দেশে এত সমস্যা থাকতে নিজের বাড়ী নিয়া কেন এত আন্দোলন,তাও বুঝি না। যাউকগা,বুঝা আমাদের কামও না।বুঝার জন্য বহুত মানুষ আসে।
সমস্যা হৈলো,এই যে নতুন স্টাইল শুরু হৈলো,এর পরবর্তী ধাপগুলা কি হৈতারে????? ম্যাডাম জিয়া তো ঘোষণাই দিসে,ক্ষমতায় আইলে এক্কেরে ৩২নাম্বার,সুধা সদন সব ভাইঙ্গা বার্বিকিউ বানায়া ফালাইবো। তার্পর আবার হাসিনা আইসা হয়ত জিয়ার কবর ক্রিসেন্ট লেকে ফালায়া দিবো। কৈবো "এইটার ভিতরে তো জিয়ার লাশই নাই।" তার্পর ম্যাডাম আইসা টুঙ্গিপাড়ায় হাত দিবো....(এরপর আমি নিজেও সিমুলেট কর্তে পার্তাসি না।আপনারা কেউ পার্লে কমেন্ট দিয়েন।) এইভাবে চলতেই থাকবো।।।।।।।।।
কিন্তু এরা ২জন কোনো দিনি যা কর্বো না,তা হৈলো-জিনিসের দাম কমাইবো না,কারেন্ট উৎপাদন বাড়াইবোনা, দুর্নীতি দূর কর্বো না।এমনকি এগুলা নিয়া কেউ কোন আন্দোলনও কর্বো না। সবার ধান্দাই এক। কেউ কইবো LOOK EAST, কেউবা LOOK WEST। কেউ আম্রিকার দিকে তাকায়ে হা করে থাকবো,কেউ রাশিয়ার দিকে। আমাদের মত নিরীহ(!) মানুষের দিকে তাকানোর সময় কৈ??? আমাদেরই বা সময় কৈ এসব নিয়া ভাবার?????কারেন্ট নাই তো কি হৈসে???? যেটা লাইভ দেখতে পারুম না,ঐটা ইউটিউবে দেইখা নিমু। জিনিসপত্রের দাম বেশী তো কি হৈসে?????আমি তো ৩বেলাই ভাত খাইতেসি। সকালবেলা পেপার পৈড়া ২নেত্রীরে গালি দিমু,বৈসা বৈসা এমুন জ্বালাময়ী নোট লেখব,কিন্তু মাঠে নাইমা কিছুই কর্তে পারুম না। বইসা বইসা RANG DE BASANTI দেইখা বলবো -"উফঃ।কী সিনেমা।আসলেই এমন কিছু করা উচিৎ।" কিন্তু বৈলাই খালাস।করার বেলায় কেউ নাই। আমি নিজেও কিছুই কর্মু না। কোনমতে ১টা চাক্রি পাইলেই হৈসে। বিয়াশাদী কৈরা আরামের জীবন কাটামু।
আমরা শুধু একটা কাজই কর্তে পারি। আসেন, মহান আল্লাহর কাছে দুই হাত তুলে শুধু ১টা দোয়া করি - "হে আল্লাহ।এই দেশের যে অবস্থা,তাতে কোন মানূষের পক্ষে এই দেশরে বাঁচানো সম্ভব না।শুধু আপনিই পার্বেন ই দেশটারে বাঁচাইতে।কিছু একটা করেন,যেন এই রাহুর গ্রাস থেকে দেশটা মুক্তি পায়।"