আরেকটা ইউকেন্ড আইলো। একলা বারান্ডায় বৈসা আছি।

কাপলরা হাইটা যাইতাছে। চায়া চায়া দেকতাছি। মাগার কিছু করবার পারতাছি না। একানে ভাদ্রমাস আইসা পড়ছে, মাইয়াগো কাপড় গরমের চোটে খুইলা যাইতাছে

। একটু আগে এককাপল গাড়িথন বাইর হৈয়া যেম্বায় কিসাকিসি শুরু করলো ভাবছিলাম বিনা পয়সায় একটিকেটে দুইছবির মতো কিছু একটা হয়তো দেকা যাইবো

। না!! হতাশ হৈলাম

তারা ঘরে ঠুইকা খিড়কি বন্ধ কৈরাদিলো

। গরম আমি ঠান্ডা হয়া গেলাম আবার। সবার ভাদ্র মাস আহে আমার আহে না

। কি আর করুম গান শুনি.....
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ রাত ৯:৫৯