লালন ফকির। এই নাম কারো অজানা নয় এখন। আমার কাছে লালন ফকির পুরোপুরি চেনা না। অর্ধ চেনা। তাঁর পুরো অবয়ব আমি আমার চেতনার রঙে দেখতে পারিনা, দেখার চোখ আমার অর্ধকানা। কিভাবে লালনকে দেখবো - অর্ধকানা চোখে - তাই ভাবি। আমার ভাবনার সব জায়গা জুড়ে লালন নাই কেনো? এইটা লালন ফকিরের কোন কারসাজি নাকি? ভাবি, আমি এই নিয়ে। তাঁর জন্মবৃত্তান্ত নিয়ে ঠুলিপরা চশমারা দিস্তার পর দিস্তা কাগজ শেষ করছে, আমার করুণা হয় তাদের জন্য। অর্ধকানা যদিও, তবু ঠুলিপরা চশমার ভিতর দিয়ে লালনকে দেখা সম্ভব নয়। এই আমি ভাবি।
তাঁর গানই আমার কাছে মুখ্য। তাঁর গানের ভিতর দিয়ে তাকে অবলোকন করা জরুরি। বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে তাকে স্থাপন করতে হবে তাঁর গানে জলমগ্ন হয়ে। গানের ভিতর দিয়ে জীবনকে কি দেখা যায়, সমাজকে কি অবলোকন করা যায়? সমাজের মানুষকে কি পড়তে পারা যায়? আমি লালনের গান নিয়ে যখন ভাবি তখন মনে হয় লালনের গানের ভিতর দিয়ে এসব করা যায়। খুব সহজ নয় তা। কিন্তু তা করা যায়। এজন্য সে মুসলমান না হিন্দু, কোন পরিবারে, কোন পরিবেশে তাঁর জন্ম তা জানার কোন দরকার হয়না।
লালন ফকিরের প্রতিভা ছিল প্রকৃতির মতো। সবুজ। ঘাসের ডগায় বৃষ্টির পানিতে ভিজে ওঠা রোদের মতো তাঁর প্রতিভার স্ফূরণ তাঁর গানে গানে আমরা পাই। সে যে গান বেঁধেছেন তার বিষয়-মাহাত্ম অনন্য, ভাষার সাবলীলতা সকল মানুষের অন্তরে সুরের এক মহাজাগরণ তোলে, তাঁর প্রকাশভঙ্গির সুড়ঙ্গে আমাদের জীবনবোধের অন্ধকার চিরে চিরে যেন আমাদের প্রাকৃত রূপকে উপলব্ধি করতে পারি। আমার তাই মনে হয়। তাঁর গান সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করতে পারে এর কারণ লালন ফকিরের ভাষা আমাদের নিকটের ঘ্রাণে লেপটে আছে।
- লালন নিয়ে এই লেখাটি ব্লগার মুক্তি মণ্ডল এর একটি ব্লগ থেকে নেয়া। লালনকে নিয়ে তার উপলব্ধির সাথে আমার বেশ মিল। তাই আলাদা যোগ করে দিলাম।
আমি সব সময়ই লালনের ভক্ত। তবে সেটা কতটুকু পূর্ণাঙ্গ জেনে, তা নিয়ে সন্দেহ আছে। লালনগীতির অর্থ বিশ্লেষণ করে ধরে নেই এক রকম। আবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে অন্য অর্থ দাড়ায়! যে যেভাবে চায়, লালন যেন ঠিক সেভাবেই ধরা দেয়। আসল কথা, লালন আছে সকলের মাঝে, তার বাণী সবার জন্য প্রযোজ্য। "Know thyself" এবং "সবার উপর মানুষ সত্য"এটাই লালনের মূলমন্ত্র।
"সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন ভাবে জাতের কী রূপ দেখলেম না এই নজরে।"
লালনগীতির বাণীর আসল ভাবার্থ ও তার গভীরতা বোঝা বেশ কঠিন। তবু চেষ্টা অন্তত করি! সেই চেষ্টার ধারাবাহিকতার ফসল এই পোস্ট। যাহোক আমি লালনের নতুন/পুরাতন কোন পোস্টের হদিস পেলে তা সাথে সাথে বুক মার্ক (লালন ফোল্ডার) কিংবা অনুসারিত করে রাখি। তাই ঠিক করলাম সে পোস্ট গুলো আরো কিছুটা যোগ বিয়োগ করে অন্যান্ন ব্লগারদের সাথে শেয়ার করি। যথারীতি ব্লগার ইমন জুবায়ের এর লালন বিষয়ক অনেকগুলো লেখা এখানে সংকলিত হয়েছে।
সর্বশেষে বলে নেয়া ভাল, এই সংকলনে কোন মতবাদ, প্রিয় অপ্রিয় ব্লগার, আগে পরে বিষয়গুলো বিবেচনা না করে শুধু আমার সামনে আসা তথ্যবহুল পোস্ট গুলো সন্নিবেশ করার চেষ্টা করেছি। লালনকে নিয়ে বাদ পরা অন্য কোন পোস্টের লিংক জানা থাকলে অবশ্যই শেয়ার করবেন। এখানে যোগ করে দিব।
ধন্যবাদ।।
জ্যোতিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫) এ আঁকা লালনের ছবি।
পরিচিতিমূলক পোস্ট:
■ অচিন পাখি আর সেই অচিন মানুষ
■ ছোটদের লালন (পর্ব ১)
■ ছোটদের লালন (পর্ব ২)
■ চৈতে-নিত্যে-অদ্বৈ এই তিন পাগলের ভাবশিস্য বাউল ধর্মের শিরোমনি সিদ্ধপুরুষ ফকির লালন শাহ
■ বাংলার গর্ব লালন ফকির
■ লালন শাহের অর্ন্তধান দিবস
লালনগীতি:
■ কিছু লালন ও গিন্সবার্গের লাল নপ্রীতি
■ সামান্যে কি তার মর্ম জানা যায়?
■ কোন দেশে যাবি মন
■ আমার ঘরের চাবি পরের হাতে
■ আপনারে আপনি চিনি নে
■ আপন ঘরের খবর নে না
■ সহজ মানুষ
■ অমৃত মেঘের বারি
■ গুণে প'ড়ে সারলি দফা
■ বাড়ীর কাছে আর্শীনগর
■ আশা পূর্ণ হইল না
■ লালন কী জাত সংসারে
■ ফকির লালন: দেহতত্ত্বের ছয়টি গান
■ দিল দরিয়ার মাঝে রে মন- লালন ফকির
■ ফকির লালন সাহ (পুনরাবৃত্তি)
■ সবাই বলে লালন কী জাত সংসারে??
■ ইবলিসের সেজদার ঠাঁই ছেড়ে- লালন-গীতিকা
■ শুনিলে প্রাণ চমকে ওঠে ----- (লালন সাঁই)
■ প্রিয় গান: ঘরের মানুষ আছে ঘরে - লালন ফকির
■ আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয় – লালন ফকির
■ এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
■ গুরু বলে ধর পাড়ি মন হুঁস থেকে
■ কিছু লালন কালাম তুলে দিলাম।
■ লালনের এসব দেখি কানার হাট বাজার
■ আসেন লালনের দুইটা গান শুনি
লালনগীতির বয়ান ও বিশ্লেষণ:
■ লালন ফকিরের গান নিয়ে সাদাসিধে কথা পর্ব ১
■ লালন ফকিরের গান নিয়ে সাধাসিধে কথা পর্ব ২
■ লালনের গান - ১
■ লালনের গান-২
■ লালনের গানের অর্থ: আসল লালনকে ধরতে
■ বাউল সম্রাট লালন শাহ: এক কালোত্তর প্রতিভা
■ লালনের একটি এসোটেরিক গান
■ গান ও বয়ান: লালনসংগীত ... এক অজানা মানুষ ফিরছে দেশে
■ পাওলো কোয়েলো ও লালন ....
■ লালনের গানের ছন্দবিচারে ভুলের হদিস
■ লালন একবার বলেছিলেন: এ দেশেতে এই সুখ হলো/ আবার কোথা যাই না জানি ...
■ সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে? লালনের এই গানটি খুঁজে পেলাম।
■ লালনের দোহাই
■ চাঁদের গায়ে চাঁদ লেগেছে: লালনের দুর্বোধ্যতম একটি গান।
■ যেখানে সাঁইর বারামখানা: লালনের একটি গানের ব্যাখ্যা।
■ লালনের একটি গান
■ লালন গীতি: খাঁচার ভিতর অচিন পাখি কম্নে আসে যায়
■ লালনের গান: খোদা রয় আদমে মিশে
■ লালনের গান: রবে না এ ধন জীবন যৌবন
■ লালনগীতি: সব লোকে কয় লালন কি জাত সংসারে
■ লালনের গান : কৃষ্ণপ্রেমের পোড়াদেহ কী দিয়ে জুড়াই বল সখী
■ লালনের গান: দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারী
■ লালনের গান : বিনা কার্যে ধনোপার্জন কে করতে পারে
■ লনের গান : শহরে ষোলজনা বোম্বেটে
■ পড়গা নামাজ জেনে শুনে: লালন গীতি
■ লালনের গান: এমন মানব জনম আর কি হবে
■ লালনের গান: মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা
■ লালনের গান : জাত গেলো জাত গেলো বলে
■ লালন গীতি: খাঁচার ভিতর অচিন পাখি কম্নে আসে যায়
■ লালনগীতি: বাড়ির কাছে আরশীনগর
■ লালন গীতি: মিলন হবে কত দিনে
■ লালন গীতি : প্রেম রসিকা হব কেমনে
■ লালনগীতি: পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
■ লালনগীতি: ও যার আপন খবর আপনার হয় না।
■ পাঠ: সব লোকে কয় লালন কী জাত সংসারে
■ মহাত্মা লালন ও কুষ্টিয়া অঞ্চলের মানুষের ভাবজগৎ
■ ফকির লালনের গানের অর্থ: বিপ্লবীর কর্তব্য
■ ‘পাবে সামান্যে কি তার দেখা?’: লালনের একটি গান।
অন্যান্ন:
■ একদিন লালন
■ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাউল লালন ফকির
■ লালন-এর মহৎ উদ্বেগ
■ রবীর উপর বাউলের প্রভাব
■ লালনের গানের অর্থ: আসল লালনকে ধরতে
■ উনিশ শতকের গান; একুশ শতকের প্রত্যয় ...
■ হেয়াল ফন্ডিতে কয়...(লালনগীতির ভাব ও দর্শন)
■ লালন এর তিনজন গুরু
■ ফ্রান্সে লালন শাহের ভাস্কর্য নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে
■ লালন ও জেনোফোনেস
■ লালনের এথিকস
■ লালনের সমাজভাবনা
■ ‘আত্বতত্ত্ব জানে যাঁরা, শাঁইর নিগূঢ় লীলা দেখছে তাঁরা।’
■ মার্কসবাদের ইতিহাস পড়তে পড়তে অনিবার্যভাবেই আমার লালনের কথা মনে পড়ে গেল
■ যে ফুলে নবীর জন্ম হয়: লালনের কল্পনাশক্তির এক অনন্য দৃষ্টান্ত
■ সুদীপ্ত চট্টোপাধ্যায়: একজন লালনঅনুবাদক।
■ তানভীর মোকাম্মেল-এর ‘অচিন পাখি’
■ লালন দর্শন : বাজার জমজমাট
■ লালন ফকিরঃ সহজ মানুষের সাধক
■ লালন তথা বাউলদের যৌন সাধন।
■ তাহে এক পাগলা ব্যাটা বসে একা একেশ্বরে--লালন (৩য় পর্ব)
■ গাঁজা ভাং ও লালন বা বাউলেরা।(চতুর্থ পর্ব)
■ লালনের ধর্ম
■ লালনের ধর্ম এবঙ ধর্মে লালন: মানব ধর্মের সন্ধানে! -সমাজতাত্তি¡ক-রাজনৈতিক বিশেষণ
■ তানভীর মোকাম্মেল ও গৌতম ঘোষের ছবিতে লালন : কিছু খণ্ডচিত্র
■ কুষ্টিয়া ভ্রমণ- লালন সাইজি'র মাজার পর্ব (আবারও অনেকগুলো ছবি!!)
■ লালন মেলা (ফটোব্লগ)
('লালন' ব্যান্ডের ফিউশন বেশ ভাল হয়েছে)
গান ডাউনলোড:
■ লালনগীতি
■ ফরিদা পারভীন এমপিথ্রি
■ ফরিদা পারভীন ভিডিও
■ আরো ভিডিও
■ আরো কিছু