বর্তমান বিশ্বে নতুন একটি সংস্কৃতি চালু হয়েছে আর তা হল বিভিন্ন দিবস পালন। যেমন নারী দিবস, ভালবাসা দিবস, মা দিবস, বাবা দিবস ইত্যাদি। সোজা কথা এখন বছরের ৩৬৫ দিনের ৩৬৬ টি বা তারও চেয়ে বেশি দিবস পালন হয়। তাই কবে কি দিবস সেটা আমার মনে থাকে না বা মনে রাখার চেষ্টাও করি না। তেমনি আজ যে মা দিবস সেটাও আমার জানা ছিল না। কিন্তু আজ সকালে ফেসবুক বন্ধুদের হঠাৎ মাকে নিয়ে লেখালেখি দেখে মনে সন্দেহ জাগল নিশ্চয় মা'দের কিছু একটা হয়েছে। পরে খবর নিয়ে দেখি আজ নাকি বিশ্ব মা দিবস।
আজকের দিনটি হযত তাদের জন্য বেশি স্পেসাল যারা তাদের মায়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখেছেন। আজ হয়ত তারা বাড়িতে ভালো কিছু রান্না করে মা'দের দেখতে যাবেন। একটু অতিরিক্ত ভালোবাসা দেখাবেন, দু ফোটা চোখের জল ফেলবেন! এমন অনেকেই আজ মায়ের প্রতি একটু অতিরিক্ত ভালোবাসা দেখাবে যেমনিভাবে পহেলা বৈশাখে সারা বছরে তাচ্ছিল্য বা ডাস্টবিনের খাবার মনে করে আসা পান্তা ভাতের প্রতি দেখানো হয়!!
আজ মা দিবস হওয়ার প্রেক্ষাপট আমার জানা নাই তবে মাকে ভালোবাসার জন্য কোন দিবসের প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না। বছরে প্রতিটি দিন মাকে ভালোবাসতে হবে এতে কোন সন্দেহ নাই এবং কিভাবে ভালোবাসতে হবে তা আল্লাহর দেয়া পবিত্র কোরআন ও রসুলের (সাঃ) হাদিসে স্পস্ট উল্লেখ রয়েছে। আমার নিকট অবশ্য বছরের ৩৬৫ দিনই মা দিবস তবে মায়ের হক বা তার প্রতি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা বলতে পারব না কিন্তু এটা বলতে পারি আমি আমার মাকে অনেক ভালোবাসি। তাকে খুব মিস করি।
মাকে নিয়ে বহু গান ও কবিতা রয়েছে তেমনি একটি গান হচ্ছে,
"মায়ের আচল নীড়ে তোমরা যারা
আছো মায়ের স্নেহের ছায়ায়।।
বুঝবে সে কি করে বলো,
মা ছাড়া এ জীবন কত অসহায়?"
সত্যি আজ আমাদের মা আছে বলেই তার অভাব বুঝতে পারছি না। যাদের নাই তারা বুঝতে পারে মা হারানোর বেদনা। তাই আল্লাহর নিকট প্রার্থনা করি হে আল্লাহ! আমার মা সহ আজ পৃথিবীতে যত মা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করো এবং আমার মায়ের প্রতি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দাও আর যাদের মা নেই তাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দাও।। আমীন।।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৬