কোন প্রকার উগ্রপন্থাই কোন বিবেকবান মানুষ সমর্থন করে না। ইসলামেও এটার স্থান নেই। শুধু মুসলিম সমাজেই নয় বিশ্বের সকল ধর্মেই উগ্রপন্থা আছে এবং বাড়ছে। শুধু মিডিয়ায় মুসলিমদেরটার মত তাদেরটা প্রচার হয় না। তারপরও যতটা প্রচার হয় সেটা কম কিসের?? আমাদের কষ্ট লাগে তখনই, যখন দেখি মুসলিম নামের ব্যক্তিবর্গ শুধুমাত্র মুসলমানদের উগ্রপন্থাকেই হাইলাইট্স করে বিশ্ব দরবারে ইসলামকে ছোট করার জন্য বুক ফুলিয়ে যতটুকু নয় তার চেয়েও বেশি করে প্রচার করে।
কিন্তু অন্যান্য ধর্মীয় সমাজের (যেমন, হিন্দু, বুদ্ধ, ইহুদী, খৃস্টান ইত্যাদি) উগ্রপন্থার ক্ষেত্রে মুখে কুলুপ এটে থাকে। তখন কোন মিডিয়ায় এটা নিয়ে আলোচনা-পর্যালোনাও শুনি না আবার কোন ফিচার, সাক্ষাৎকার বা কলাম লেখাও চোখে পড়ে না। তাদের মাথা ব্যাথা যেন শুধু মুসলিম সমাজের কিছু বিপদগামী মুসলিম উগ্রদের নিয়ে??
এইতো প্রতিবেশী মিয়ানমারে নির্বিচারে মুসলিম হত্যা করছে শান্তিতে বিশ্বাসী নামে খ্যাত, যাদের মূল ধর্মই নাকি অহিংসতায় বিশ্বাস সেই বুদ্ধদের হাতে। সেখানকার মুসলমানদের বেঁচে থাকার মৌলিক অধিকারও কেরে নেয়া হচ্ছে দিনের পর দিন।
ফিলিস্থিনে ইহুদীরা হাজার হাজার মুসলমান হত্যা করছে দিনের পর দিন। তারপর প্রতিবেশী ভারতেও হিন্দু উগ্রপন্থিদের হাতে কত সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হচ্ছে, চাপে পড়ে ধর্মান্তরিত হচ্ছে কই তখনতো কোন কলম সৈনিক (!), বুদ্ধিজীবী (!), মুক্তমনা (!), উদারপন্থী (!), প্রগতিশীলদের এগিয়ে আসতে দেখি না???
কেন তখন তাদের উগ্রপন্থা নিয়ে কোন মিডিয়ায় কোন আলোচনা-পর্যালোনা দেখতেও পাই না শুনতেও পাই না???
মুসলমানরা কি মানুষ নয়?? নাকি কথিত বুদ্ধিজীবী (!), মুক্তমনা (!), উদারপন্থী (!), প্রগতিশীলরা অন্যান্যদের উগ্রপন্থা চোখে দেখেন না??