আজ মাতৃভাষা দিবস। এ ভাষার জন্য জীবন দিয়েছে অনেকে। তাদের জন্য আজ দুঃখ করতে হয় কারন যাদের জন্য ও যে ভাষার জন্য তারা জীবন দিয়েছে সেই আমরা তার মর্যাদা রাখতে পারছিনা। নিজেদের মাতৃভাষাকে বিলীন করে দিয়ে ঝুকে পড়ছি বিদেশী ভাষার প্রতি। আমরা যেভাবে ইংলিশ ও হিন্দির প্রতি ঝুকে পড়ছি তাতে মনে হয় যেন বাংলা ভাষা আমাদের নিকট মুখ্য নয় গৌণ!! শুধু ভাষা কেন আজ আমাদের মাঝ থেকে ধীরে হারিয়ে যাচ্ছে বাঙ্গালী ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কুতি।। পাশ্চাত্য ও ভারতীয় সংস্কৃতি আজ আমাদের মাঝে এমন ভাবে ঢুকে গেছে যে এখান থেকে বেরিয়ে খুবই কষ্ট সাধ্য!!
আমরা আমাদের বাঙ্গালীত্বকে বর্তমানে কয়েকটি দিবসে আবদ্ধ করে রেখেছি। শুধুমাত্র সেই দিনগুলো এলেই মনে পড়ে যে আমরা বাঙ্গালী!! যেমন: একুশে ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, কার্তিক এর নবান্ন ও পহেলা বসন্ত ইত্যাদি। এমন অনেকে আছেন যারা শুধু সেই বিশেষ কয়েকটি বাঙ্গলা দিন ও মাসের নাম জানেন এর বাহিরে বাংলা দিন, মাস ও ঋতুর নাম বলতেই পারে না!!! এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রমানিত। আমরা ভুলে গেছি বাংলা বার মাস ও ছয় ঋতুর নাম।।
এমনকি ৫২ ভাষা আন্দোলনে যেদিন সালাম, রফিক ও জব্বাররা জীবন দিয়েছিল সেদিন বাংলা কত তারিখ ছিল তাও অনেকে বলতে পারবে না।