সাংসদরা আগে করমুক্ত সুবিধায় কোটি কোটি টাকা দামের বিএমডব্লিউ, মার্সিডিজ আর পোর্শে আনতেন কয়েক লক্ষ টাকায় আর তারপর দেশের ভাই বেরাদরদের কাছে সামান্য ট্যাক্সের বিনিময়ে তা বিক্রি করে দিতেন । ফখরুদ্দিন সরকার এই সুবিধা পুরাপুরি তুলে দিলেও হাসিনা আপা সামান্য একটু সুবিধা রেখে দিয়েছেন। সেই সুবিধার ফাক দিয়ে সর্বোচ্চ কত বেশি দামের গাড়ি আনা যায় তার চিন্তা ভাবনায় আমাদের এমপি সাহেব/সাহেবানদের এখন ঘুম হারাম । বাংলাদেশের এমপিদেরকে তো আর চিনতে কারো বাকি নেই, তাই কেউ অবাকও হয়নি । অনেককে এটাও বলতে শুনেছি যে এবার যে শুধু তুলনামুলক সস্তা টয়োটা নিয়ে কাড়াকাড়ি পড়েছে তাই অনেক।
এইবার অন্য দিকে আসি। বাংলাদেশের ঝকঝকা কর্পোরেট জগত। সাইনবোর্ডে একটা ধুলি পড়ার আগেই পরিষ্কার না করলে কর্পোরেট ব্র্যান্ডের জাত থাকেনা। সেইসব কর্পোরেট মুঘলদের অনেকেরই আবার শেয়ার বাজারে শেয়ার ছাড়া আছে ৫১% বা তারও বেশি । অন্তত বাংলাদেশের কর্পোরেট সোসাইটির মুখপাত্র প্রাইভেট ব্যাঙ্কগুলোর সবারই মনে হয় পাব্লিক শেয়ার আছে। তার মানে, যখন এইসব প্রতিষ্ঠান কোন খাতে ১০০ টাকা খরচ করে তখন সে আসলে নিজের ৪৯ টাকা খরচ করে আর বাকী যে ৫১ টাকা খরচ করে সেটা আপ্নার-আমার। এখন আমার কাছে কোন সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু অন্তত ৪-৫টা ব্যাঙ্ক আমি জানি যারা তাদের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিএমডব্লিউ গাড়ী দেয়, যার দাম সাড়ে চার কোটি থেকে দেড় কোটি টাকা । পাব্লিক লিমিটেড কোম্পানি হিসাবে ধরলে এই টাকার মধ্যে আড়াই থেকে কোটিখানেক টাকা পাব্লিকের। কারন এই টাকা খরচ না হলে তা EPS, Dividend বা অন্য কোনভাবে পাব্লিকের কাছেই আসতো অথবা তার ৪৫% সরকার পেত ট্যাক্স হিসেবে, যা একভাবে জনগনের কাছেই আসে । এখন যত যাই বলি, একজন সাংসদকে সময়ে অসময়ে না হলেও অন্তত ভোটের সময়ে হলেও তার নিজের নির্বাচনী এলাকায় যেতে হয়, দু-একটা ক্ষেত্র বাদ দিলে যেটা অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের দুর্গম কোন উপজেলা বা গ্রাম। তিনি নাহয় নিজে ভোটে জেতার জন্য বাংলাদেশের মানুষের টাকায় ৪৫০০ সিসির প্রাডো জিপ চাইতে পারেন (কারন তারা সাংসদ, খারাপ মানুষ), কিন্তু "সততার বিমুর্ত প্রতীক" একজন কর্পোরেট হোমড়া-চোমড়া, বলতে গেলে যার সারাটা দিনই কাটে ঢাকার রাজপথে তার কেন বিএমডব্লিউ চড়তে হবে? এই পাব্লিক লিমিটেড কোম্পানিগুলোর বেশিরভাগই আবার এই দামী গাড়ীর রক্ষনাবেক্ষণের জন্য কর্মকর্তাদেরকে মোটা অঙ্কের ভাতা দেয়, আবার একটা নির্দিষ্ট সময়ের পরে (৫-৬ বছর) নামমাত্র মূল্যে গাড়ী ঐ কর্মকর্তাকে 'উপহার' দিয়ে তার জন্য কোম্পানীর পক্ষ থেকে নতুন মডেলের গাড়ী কেনা হয়। সবই কিন্তু ওদের ৪৯ টাকা আর পাব্লিকের ৫১ টাকায় ।
এটা কিন্তু হওয়ার কথা না, আমাদের কর্পোরেট সোসাইটি আমাদের সততার একমাত্র নিদর্শন । টকশোগুলোতে যখন কোন কর্পোরেট হোমড়া-চোমড়ারা আসেন তখন তারা যে হারে নিজেদের সততার গল্প ছুটান আর অসৎ সরকারী কর্মকর্তাদের জন্য তাদের দেশ উদ্ধার কিভাবে সম্ভব হচ্ছে না সেই গল্প করেন তখন তাদের জন্য শ্রদ্ধায় মাথা মাটিতে যে পড়ে তা আর উঠতে চায় না । তাহলে? আমার হিসাবে নিশ্চই ভুল আছে কোথাও, ধরায় দেন না প্লিজ....