মাগো তোমাকে আমি বিয়ে দিতে পারি নাই, তুমিও
রাজি ছিলেনা। তোমার বাবা ঘরে ফিরবে সেই আত্ব
বিশ্বাস রাখেনাই তোমার বাবা তুমি ভাইটাকে হাতে করে
বিয়ে দিলে।
কিন্তু তোমার বিয়ের কথা ভাবলেনা তুমি পড়া লেখা
শেষ করবা। তোমার বিশ্বাস তোমার বাবা মদ ছারবে
মেয়ে মানুষ ছারবে। কিন্তু আর তোমার সে বিশ্বাস
ভেঙে তোমার বয়সী তোমার আত্বীয় তোমার বাবা
বিয়ে করল। তুমি আজ দেশে নাই আমি কেমন করে
তোমাকে বলব! জানিনা আমার লক্ষী সোনা। আমি
তোমার মা, আমার সমস্ত জীবন কাহিনী লিখা শুরু
করব তোমাদের দুই ভাই বোনের অনুমতি সাপেক্ষে।
চলবে সত্য ঘটনা অলম্বনে। আমি কানিজ রিনা।