কামরুল হাসান
েশাবার ঘরে বই আর বই, সবই ভ্রমণের৷ আছে েদশ-বিদেশের মানচিত্র, দুর্গম পথে চলার দিক নির্দেশনা৷ এ ঘরের বাসিন্দা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিদ্যার চতুর্থ বর্ষের ছাত্র মাসরুর মঈন সানি, দু:সাহসিক ভ্রমণই যার একমাত্র নেশা। তিন মাস আগে োসই োনশার টানে োনপালের হিমালয়ে উঠতে গিয়ে তিনি হারিয়ে যান৷ এরপর োথকে তাঁর আর োকানো োখাঁজ োনই৷
নিখোঁজ সানির সহযাਠী ছিলেন তাঁরই সহপাঠী ও বਬઓ ভাੌর আহমেদ৷ ভাੌর নিজেও নিઉিচত করে বলতে পারছেন না, সানি মারা োগছে না োবঁচে আছেন৷ সানির পরিবার এ নিয়ে থানায় অভিযোগ করেছে৷ অভিযোগটির তদੰ੪ ੂরઔ করেছে সিআইডি পઓলিশ৷ তারা ভাੌরকে জিਛাসাবাদও করে৷ একই সਔে সানির মায়ের অভিযোগের ভিਡিতে োনপাল পઓলিশ বিষয়টি তদੰ੪ করছে৷
সিআইডির অতিরিਡઙ পઓলিশ সઓপার আবদઓলઇাহ আরেফ পઝথম আলোকে বলেন, সানির মা োজবઓনেੱসার োদওয়া অভিযোগের তদੰ੪ তাঁরা ੂরઔ করেছেন৷ তবে সানির অবએઐান সઃপকেગ তাঁরা এখনো নিઉিচত হতে পারছেন না৷
পઓরানা পઈটনের ইઍটানગ সিটি অઘাপাটગমে੯েটর বাসি੯দা অবসরপઝাਮ কমગকতગা আবদઓল মঈনের দઓই োছলের মধেઘ োছাট োছলে সানি৷ োমধাবী সানি মিরপઓরের হারমઘান োমইনার ੌઓল ও কলেজ োথকে পাস করে ২০০৪ সালে বাংলাদেশ পઝকৌশল বিশੴবিদઘালয়ে (বઓয়েট) એઐাপতઘ বিদઘা বিভাগে ভতিગ হন৷ োছলেবেলা োথকেই ਸমণ তাঁকে োপয়ে বসে৷ এসএসসি ও এইচএসসি পরীਉার ফল োবর হওয়ার আগেই োদশের পઝায় সব োজলা তিনি ঘઓরে োদখেন৷ ২০০৭ সালে ভারতের ১৭টি রাজઘ ঘઓরে আসেন৷ বা੯দরবানের পাহাড়েও ১৩ দিন কাটান৷ এরপর সিਤাੰ੪ োনন োনপালে যাওয়ার, হিমালয়কে কাছ োথকে োদখার৷
োজবઓনেੱসা জানান, ভারত ঘઓরে আসার পর আবার োবরিয়ে পড়ার জনઘ সানি অએিઐর হয়ে উঠেছিল৷ কিੰ੫ পরিবার োথকে সায় পা੧িছল না৷ বઓয়েটের বৃਡির টাকা নিয়ে কাউকে কিছઓ না জানিয়ে গত ৭ জઓলাই োস বাড়ি োথকে োবর হয়ে যায়৷ তবে এবার তারা পઝথমে আখাউড়া সীমাੰ੪ দিয়ে ਠিপઓরায় যায়৷ োসখান োথকে আসাম হয়ে শিলিਊড়ি োপৗঁছায়৷ এক দিন শিলিਊড়িতে থাকার পর কাকরভিটা সীমাੰ੪ অতিਠઙম করে ভিসা ছাড়াই োনপালে ঢઓকে পড়ে৷ তারা োনপালের থামেলে অবએઐান করেছে৷
োজবઓনেੱসা জানান, তিনি এসব জানতে পারেন সানির সহযোগী ভাੌরের পরিবারের কাছে পাঠানো ই-োমইল োথকে৷ তবে এর মধেઘ সানি তাদের সਔে োকানো োযাগাযোগ করেনি৷ োদড় মাস পরে ভাੌরের পরিবার োথকে োফান করে তাঁকে জানানো হয়, সানি ও ভাੌর পাহাড়ে উঠতে গিয়ে দઓঘગটনায় পড়েছে৷ এ খবর োপয়ে ভাੌরের বাবা অবসরপઝাਮ োসনা কমગকতગা ও তাঁর মা কাঠমাਫઓ চলে যান৷ বাবা-মায়ের চাপে গত ১ োসੳেটਹর ভাੌর োদশে ফিরে আসেন৷
োজবઓনেੱসা জানান, ভাੌরের কাছে তিনি সানির ফিরে না আসা সઃপকেગ জানতে চান৷ ভাੌর তাঁকে জানান, থামেলের ওমতারা নামের একটি োগઍটহাউসে থাকার সময় সੰে੪াষ, বদিગ ও সিবা নামে তিন োনপালি যઓবকের সਔে তাঁদের পরিচয় হয়৷ ওই তিন যઓবকের সহায়তায় োনপালের ধাবিং ও রসઓয়া োজলার সীমাੰ੪ সিংলার চার হাজার ফઓট ওপরে একটি পাহাড়ে ਸমণ করেন৷ ওই ਸমণের সময় সানি উঠতে পারলেও ভাੌর উঠতে না োপরে কাঠমাਫઓতে ফিরে আসেন৷ এরপর তাঁর আর োকানো োখাঁজ োমলেনি৷
সানির বাবা আবদઓল মঈন অভিযোগ করেন, ভাੌরের বাবা ও মা কাঠমাਫઓ গিয়ে ভাੌরকে নিয়ে আসেন৷ তাঁরা কাঠমাਫઓতে એઐানীয় পઓলিশের কাছেও োকানো অভিযোগ করেননি৷ ঢাকায় ফিরে এসেও ভাੌর একেক সময় একেক কথা বলতে থাকেন৷ তিনি বলেন, ভাੌর ও তাঁর বাবা-মা ঢাকায় ফিরে আসার পর তিনি ও তাঁর એ੬ী কাঠমাਫઓ গিয়ে বাংলাদেশ দકতাবাসের সাহাযઘ নিয়ে োছলের োখাঁজ-খবর করেন৷ তাঁরা োহাটেল োথকে সানির কাপড়-োচাপড়় বઘাগ, পাসপোটગ, টাকা-পয়সা ও ভাੌরের োলখা দઓটি চিঠি নিয়ে আসেন৷ এর একটি চিঠিতে ভাੌর লিখেছেন, ‘এই মઓহકতেગ োতার বઘাপারে সবচেয়ে বিশੴাসযোগઘ োয ধারণা োসটা হলো তઓই মারা োগছিস৷’ সানির বাবা বলেন, এ চিঠিই তাঁদের চিੰি੪ত করে তઓলেছে৷ তাঁদের ধারণা, সানি নিহত হয়েছে, না দઓঘગটনায় পড়েছে তার সবই ভাੌর জানে৷
এ বઘাপারে জানতে সানির বਬઓ ভাੌরের সਔে োযাগাযোগ করা হয়৷ ভাੌর পઝথম আলোকে জানান, একটি ਸমণকারী দলের সਔে এক দিন বাসে ও তিন দিন পায়ে োহঁটে তাঁরা সিংলায় যান৷ োসখানে তখন পূণিગমার উਅসব চলছিল৷ ওই উਅসব োশষে তিনি নিজে ফিরে এলেও সানি আর আসেনি৷ সানি তাঁকে পাঠিয়ে দিয়ে োসখানে োথকে যায়৷ সানির জনઘ তিন দিন কাঠমাਫઓতে অপেਉা করে তিনি োদশে ফিরে আসেন৷ সানির নিখোঁজ হওয়ার বઘাপারে োকন એઐানীয় পઓলিশের কাছে অভিযোগ করেননি? পઝশੱ করা হলে ভাੌর জানান, োনপালে তাঁরা অবৈধভাবে অবએઐান করছিলেন৷ ধরা পড়ার ভয়ে পઓলিশের কাছে যাননি৷ সানির অবએઐান সઃপকেગ জানতে চাইলে ভাੌর বলেন, তাঁর ধারণা সানি োকানো দলের সਔে অনઘਠ চলে োগছে অথবা পাহাড়ের গভীর খাদে পড়ে োগছে৷ পઓলিশি জিਛাসাবাদ সઃপকেગ তিনি বলেন, সিআইডি পઓলিশ বাসায় এসে তাঁকে জিਛাসাবাদ করেছে৷ তিনি পઓলিশের কাছে এসব ঘটনার বিবরণ দিয়েছেন৷
ভাੌরের মা এ বઘাপারে বলেন, সানি ও ভাੌর খઓব ভালো বਬઓ, তারা দઓজনে একই বিষয়ে পড়ে৷ ভাੌর সানির োকানো ਉতি করতে পারে না৷ তিনি দাবি করেন, বাড়ি ছাড়ার পর সানি তার বাবা-মায়ের সਔে োকানো রকম োযাগাযোগ করেনি৷ পাহাড়ে সানি োথকে োযতে োচয়েছে বলে তিনি মনে করেন৷ সানি নিখোঁজের বিষয়টি োকন পઓলিশকে জানালেন না পઝশੱ করা হলে তিনি বলেন, কাঠমাਫઓ যাওয়ার সময় তাঁরা সানির মা ও বাবাকে সਔে োযতে বলেছিলেন৷ কিੰ੫ তাঁরা যাননি৷
সানির মায়ের আবেদন সઃপকেગ জানতে চাইলে ঢাকায় পররাੈચ মੰ੬ণালয়ের কনসઓઘলার ও কলઘাণ শাখার একজন কমગকতગা পઝথম আলোকে বলেন, সানির মায়ের পাওয়া বিবরণ োনপালে কাঠমাਫઓ দકতাবাসে পাঠানো হয়েছে৷ তবে োসখানকার পઓলিশ এখনো সানির োকানো োখাঁজ করতে পারেনি৷ োযাগাযোগ করা হলে ঢাকায় োনপাল দકতাবাসের কমગকতગারা োকানো মੰ੪বઘ করতে রাজি হননি৷
সানির মা বলেন, ‘সੰ੪ানের জনઘ পઝতীਉায় থাকতে থাকতে আমি অধীর হয়ে উঠেছি৷ োয যੰ੬ণায় আমি দਐ হ੧িছ তা কাউকে োবাঝাতে পারব না, সੰ੪ান হারানোর এ যੰ੬ণা োবাঝানো যায় না৷’