ভদকাখেকো লালমুখো রাশানগুলা আমেরিকা আক্রমণ করছে। গণতন্ত্রের শেষ আশ্রয়স্থল(!) পূণ্যভূমি USA রক্ষার জন্য ক্যাপিটল হিলের সামনে তুমুল যুদ্ধ চালায় যাচ্ছি! প্রবল গোলাগুলি চলতেছে, এর মধ্যে M-4 Carbine এর গুলি শেষ ! ওহ নো !! তাড়াতাড়ি সুইচ করি পিস্তলে। ঠাশ!!! পিসি গেলো বন্ধ হয়ে। ড্যাম ইট,শালার গ্রাফিক্স কার্ড আবারও গেছে! হায় হায় এখন গেইম শেষ করি কিভাবে?
জিনিসটা ব্যাকপ্যাকে ভরে পা চালাই। উদ্দেশ্য বাসস্ট্যান্ড। ইতিউতি করে বাস খুঁজে বেড়াচ্ছি। অমনি "ও কি!"
একদিকে জীবনানন্দের "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" আরেকদিকে Gift of Magi এর Della'র কথা মাথার ভিতর অনুরণিত হচ্ছে
"Della's beautiful hair fell about her rippling and shining like a cascade of brown waters"......Cascade, Cascaded Amplifier,Gain, ধুর ছাই কিসব উলটাপালটা ভাবতেছি, মাথাটাই গেছে। এমন সময় ইঞ্জিনের গর্জন, ওহ নো বাস ছেড়ে দিছে। আল্লার নামে ঝুলে পড়ি বাসের হ্যান্ডেল ধরে।
দুইপাশের কংক্রীটের জঙ্গলের ভিতর দিয়ে বাস যথাসাধ্য গতিতে ছুটে যাচ্ছে। তাই বলে এত বেশি গতি না যে সবকিছু ঝাপসা হয়ে যাবে। তারপরও চারদিক জানি কেমন ঝাপসা ঝাপসা লাগতেছে। মুখে একটা ভ্যাবলার মত হাসি, মাথার ভিতর একটা চিন্তা খালি তোলপাড় করছে "মাইরি এ দেখি সাক্ষাৎ প্রতিমা!"
ভাবতে ভাবতে গন্তব্য চলে আসে। আনমনা হয়ে নামি, "ঘ্যাঁচ!!! "অই মিয়া কই চায়া থাকেন? " তুমুল ঝাড়ি মেরে একটা লেগুনা ব্রেক রিলিজ করে পাশ দিয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে ভাবি ফরজ অর্থাৎ স্ট্যাটাস আপডেট করতে হবে। বলি মাগনা নাকি র্যা? এমন বিনা মেঘে বজ্রপাত কি প্রতিদিন ঘটে নাকি! অতএব পটাপট মোবাইলের কীপ্যাডের উপর ছোটখাট একটা ঝড় বয়ে যায়। স্ট্যাটাস আপডেটিত, দুই চারটে লাইকও পড়েছে। যাক বাবা, এবার অন্য কাজে মন দেওয়া যাক !
ক্যালেন্ডারের পাতা উলটে আরেকটা মাসে চলে গেছে। জিগরে দোস্ত এসে কান্ধে থাপ্পড় মেরে বলে বুঝলিরে মমিন, আপেল না কমলা কোম্পানির নাকি নতুন জিনিস আসছে চল দেইখা আসি। আবারও বাসস্ট্যান্ড.....এইবার চোয়াল ঝুলে যাবার আগেই চেপে ধরলাম। "খাইসে রে এ যে সেই দেবীপ্রতিমা!"
"কি সব *আলছাল কইতাছস? খাইছস নাকি কিছু?" বন্ধু ভ্রূ কুঁচকে তাকায়।
"না দোস্ত কিছু না, চল"
ইয়ারফোনে বাজতেছিল, The Unforgiven II....নিজের অজান্তেই change হয়ে Truly Madly Deeply চলে আসে।
আবারও ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। গাছের পাতা আস্তে আস্তে বাদামী হয়ে আসছে, উত্তুরে হাওয়ায় গায়ে কাঁপন ধরে। এবার জানি তাই আর অবাক হই না, টাশকিও খাই না, পিছের দরজায় গিয়ে একটা সিট বাগিয়ে নেওয়ার পাঁয়তারা করি। উঠে বসে কানে ইয়ারফোন ধরিয়ে দিবানিদ্রায় চলে যাই। নোলানবাবুর ইনসেপশনের মত dream within dream এর কাছাকাছি যাইতে না যাইতে আচমকা কিক! চোখ মেলে দেখি গন্তব্য চলে আসছে, বাস বেশিক্ষণ থামবে না। হেলতে দুলতে দরজার সামনে দাঁড়াই, বাসটা আরেকটা ঝাঁকি দেয়। বোধহয় শূন্যস্থান থেকে মিলিয়ন ভোল্টের একটা শক এসে আছড়ে পড়ে। ওই মুহূর্তে সময় হয়ে যায় সুপার-স্লো ! সেই সুপারম্যান ভিশন ব্যবহার করে দেখি যে চম্পকের ন্যায় কয়েকটা অঙ্গুলি কয়েক মিলিসেকেন্ডের জন্য আমার হাতে স্পর্শ করেছে! বিদ্যুৎস্পৃষ্ট হবার অনুভূতি নিয়ে ভ্যাবাচেকা খেয়ে আবারও বেকায়দায় বাস থেকে নেমে যাই। "ঘ্যাচ! ওই মিয়া আন্ধা নাকি??"
খাইসে, এ দেখি পুরাই Dejavu!"
কেমন ঘোরের মধ্যে হাঁটতে থাকি। দুনিয়ার যত পপ সং আছে, একটার পর একটা মাথার মধ্যে বেজে যাচ্ছে! দূরে মনে হয় লাউডস্পীকারে নগর বাউল জেমসের উদাত্ত গলা ভেসে আসে,
সুন্দরীতমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো
এই আকাশ আমার.....
কাজ-টাজ শেষ করে আবার বেরিয়ে আসি। শিস বাজানোর ব্যর্থ চেষ্টা করতে করতে আশপাশে চেয়ে দেখি। দুইটা বিকট যান্ত্রিক মূর্তি মুখব্যাদান করে আছে। ওগুলোর চেহারা কেন জানি শেলীর Ozymandias এর কথা মনে পড়িয়ে দেয়।হঠাৎ একটা মূর্তি যেন আমার দিকে চেয়ে বলতে থাকে;
"ওরে ও লক্ষীছাড়া মর্কট! এত আকাশ কুসুম স্বপ্ন দেখিস ক্যান? তোর মন হইলো প্রজাপতি, উড়ে উড়ে বেড়ায়। হালকা আঘাতেই ত ভেঙে চুরমার হবি। ভুলে গেছিস? তুই তো প্রজাপতি, গোল্ডফিশ না। আমার মত যান্ত্রিক হ, নো গ্যাঞ্জাম। পারফেক্ট রান। লাইনে আয় হতচ্ছাড়া!
এই বলে একটা আলপিন নিয়ে আমার কল্পনার ফানুসটা ঠাস করে ফাটিয়ে দিল। "না! " চমকে উঠে ঘোর ভাঙে। এলোপাতাড়ি হাঁটতে হাঁটতে ফুটপাথে চলে আসি। "ওই মামা একটা চা লও, কড়া কইরা লিকার".... অলস ঘুম ঘুম চোখে চায়ের গ্লাসে চুমুক দেই, কানের মধ্যে মৃদুস্বরে The Temptation বাজতে থাকে
"when her arms enfold me,
I hear a tender rhapsody;
but in reality she doesn't even know me"
যাউকগা ব্যাপার না, বাস ধরতে হবে। "ওই মামা, দাঁড়াও আজিমপুর,স্টুডেন্ট..............."
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১:৫১