ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের ছেলে গিলাদ শ্যারন বলেছেন, তেলআবিবের উচিত গাজাকে পরমাণু অস্ত্র দিয়ে জাপানের হিরোশিমা শহরের মতই মাটিতে মিশিয়ে দেয়া। মানবতার শত্রু ইসরাইল যখন গাজার নিরপরাধ নারী ও শিশুদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন এ আহ্বান জানালেন নরপশু শ্যারনের ছেলে গিলাদ।
সাবরা ও শাতিলা গণহত্যার কুখ্যাত কসাই হিসেবে চিহ্নিত শ্যারনের ছেলে ইসরাইলি দৈনিক 'জেরুজালেম পোস্ট'-এ লেখা এক নিবন্ধে এই অভিমত প্রকাশ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। ফলে কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ জাপানি নাগরিক প্রাণ হারিয়েছিলেন। ইসরাইলের কাছেও কয়েক শ' পরমাণু অস্ত্র রয়েছে।
গিলাদ শ্যারন লিখেছেন, ইসরাইলের উচিত গাজাকে হয় ধ্বংস করে দেয়া অথবা আবার শহরটি দখল করে নেয়া।
তিনি এ প্রসঙ্গে আরো লিখেছেন, " পুরো গাজার প্রতিটি অঞ্চল মাটির সাথে মিশিয়ে দেয়া উচিত। আমেরিকানরা হিরোশিমায় হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি- কারণ, জাপানিরা যখন আত্মসমর্পণ করছিল না তখন মার্কিনীরা নাগাসাকিতেও পরমাণু বোমা হামলা চালায়।"
কুখ্যাত শ্যারনের ছেলে আরো লিখেছেন, গাজার ফিলিস্তিনিরা নিরপরাধ নয়, বরং ইসরাইলি নাগরিকরাই নিস্পাপ। গাজায় আগ্রাসী নানা কৌশল প্রয়োগের পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, তা না হলে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হবে না এবং সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে।
গাজায় গত বুধবার থেকে এক হাজার ৪০টিরও বেশি ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১৩৫ জন ফিলিস্তিনি শহীদ ও ১১১০ জনেরও বেশি আহত হয়েছেন।