মার্কিন জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা বেন রোডেশ ইহুদিবাদী ইসরাইলের প্রতি আবারো আমেরিকার সমর্থনের কথা ঘোষণা করেছেন।
অধিকৃত গাজা উপত্যকায় নির্যাতিত ফিলিস্তিনিদের ওপর সামরিক আগ্রাসনের পেছনে হোয়াইট হাউজের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে রোডেশ বলেন, “আমেরিকা তাই চায়, যা ইসরাইল করছে।”
শনিবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মার্কিন এ কর্মকর্তা।
গাজা থেকে ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন রোডেশ। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথার প্রতিধ্বনী করে বলেন, “ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।” কিন্তু ইসরাইলের বিমান হামলা থেকে ফিলিস্তিনিদের আত্মরক্ষার কোন অধিকার আছে কিনা সে সম্পর্কে কখনোই কিছু বলেনি আমেরিকা।
অবরুদ্ধ গাজার সরকারি স্থাপনা ও আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর ওপর আমেরিকা গুরুত্ব দেয় বলে জানান তিনি।
গত বুধবার থেকে চলা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ১০০০ বার বিমান হামলা চালিয়েছে। তাদের হামলায় ৫৩ জন ফিলিস্তিনি শহীদ ও পাঁচশ’র বেশি আহত হয়েছে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫০