বেশ তা বেশ তো হবেই...
সেই নভেম্বর ২০১০। তারপর থেকে কত জল গড়িয়ে গেল.. কত উত্থান পতন জন থেকে জনে মন থেকে মনে জাতি থেকে জাতিতে...
সব থেকে বড় আমি ছিলাম সামু থেকে দূরে!!!
তাইতো বলছিলাম জীবনের প্রয়োজন কেড়ে নেয় জীবনের স্বপ্ন সাধ, আহ্লাদ।
অনেকই আছেন অনেকই নেই।
সবচে বড় নেই সামুর প্লাস মাইনাস!!!!!!!!!!!!!!!!
আহা মনে পড়ে সেই গান
আগে কি সুন্দর দিন কাটাইতাম
সামু ব্লগের পোলাপান
হিন্দু মুসলমান
ভালতে প্লাস মন্দে মাইনাস টিপাইতাম

আগে কি সোন্দর দিন কাটাইতাম!!!



তবে সেই পুরানা কিছূ জিনিষ অবিকল আছে ! বাঙালী বাংলাদেশী
আওয়ামীলীগ বিএনপি, আস্তিক নাস্তিক.... বেশ বেশ সব কিচূ বদলাতে নেই

অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে।

শুভ ব্লগিং।