“জ়ীবানুর বোঝা নিয়ে আমরা বেচে আছি,
অর্ধেক তার দিয়াছে মশা অর্ধেক তার মাছি।”
আমাদের জীবনে মশা আমাদের দুই চোখের বিষ। কেনই বা হবে না মশা আমাদের মাঝে জীবানু ছড়ায়, মশার কামড়ে হতে পারে নানাবিধ রোগ। মশাকে নিধন করবার জন্য আমাদের কামান দাগানোর শেষ নেই। এরোসল, মরটিন আরো অনেক স্প্রে মেরেই ক্ষান্ত হই না, সাথে মশারিও টাঙ্গাই যেন যাই হোক মশার একটা কামড়ও না খেতে হয়। কিন্তু তারপরও মশা এসে ঠিকই কামড় দিয়ে যায়। উফফ কি বিরক্তিকর। এত কিছু করেও মশার কামড় থেকে রক্ষা হয় না। ব্যাপারটাকে একটু অন্যভাবেও দেখা যায়। এতে কি মশার আমাদের প্রতি বন্ধুত্ব প্রকাশ পায় না। আজকালত কত বন্ধুই পাওয়া যায় কিন্তু মশার মত এইরকম নির্ভেজাল বন্ধুত্ব কোথায় পাওয়া যাবে। এত কিছু করেও যে বন্ধুকে আপনি নিজের কাছ থেকে সরাতে পারেন না, সেই বন্ধুই তো প্রকৃত বন্ধু। আপনি পড়তে বসেছেন, কাজ করছেন অনেক মনোযোগ সহকারে এমন সময় মশা এসে গান শুনিয়ে যায়। দেয় আপনাকে খানিকক্ষনের বিশ্রাম, একমাত্র মশা ছাড়া আপনাকে নিয়ে কেইবা এমন চিন্তা করে বলুন। মাঝে মাঝে ভালবাসার কামড় দিয়ে যায়। বদলে ভালবাসার নিদর্শণ হিসবে আপনার কিছুটা রক্ত নিয়ে যায়। আর তার বিনিময়ে তারা পায় এরোসল বা মরটিন এর মরণ ছোবল। সে চায় রাতে আপনার কাছে থাকতে মাঝে মাঝে ঘুমপাড়ানি গান গেয়ে আপনার দুঃস্বপ্নের ঘুম ভেঙ্গে দিতে। কিন্তু আপনি যে আপনার প্রিয় বন্ধুকে চিনতে পারলেন না। মশারি দিয়ে তার সাথে তৈরী করে রেখেছেন দূরত্ব। এই তার ভালবাসার প্রতিদান। কিন্তু মশা যে আপনাকে কিছুতেই পরিত্যাগ করবে না। তাইতো পুরো মশারিতে একটা ফুটো পেলেই তো ঢুকে পড়বে ভিতরে ঢুকে আপনাকে ঘুমভাঙ্গানী গান শুনাবে। বিনে পয়সায় এমন এলার্ম আর কোথায় পাবেন। আর জীবানুর কথা একবার এর পজিটিভ দিকগুলো চিন্তা করুন। আপনার ক্লাসে পড়ার অনেক চাপ, অফিসে কাজের অনেক চাপ ছুটি পাওয়াই যায় না। এই চাপের কারনে আপনার রাতে ঘুম হয় না। এতে ব্লাড প্রেসার সহ আপনার নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনার এই বিপদের প্রকৃত বন্ধু হয়ে এগিয়ে আসে মশা। তার বন্ধুত্বের উপহার হিসেবে পাবেন ম্যালেরিয়া, ডেঙ্গুর মত রোগ। আপনাকে এনে দিবে কমপক্ষে ১৫ দিনের বিশ্রাম।শুধু তাই নয় সাথে সাথে আপনাকে দিবে ঘরের বিরক্তিকর আবহাওয়া বদলের সুযোগ। সুযোগ মিলবে হাসপাতালের সুদর্শণ নার্সদের কাছ থেকে সেবা পাওয়ার। সাথে ভাল খাবার আর উপহার তো আছেই। কিন্তু এই বিশ্রামের বদলে আপনি মশাকে আপনার কাছ থেকে আরও দূরে সরিয়ে দিলেন। তখন চলে দিনের বেলাতেও মশারি। কিন্তু মশা যে মশাই, বিপদের প্রকৃত বন্ধু সে যে আপনার সংগ ছাড়বে না। শুনেছিলাম যে একটা মশার আয়ু নাকি মাত্র এক সপ্তাহ। এই এক সপ্তাহের পুরোটা সময় সে বিলিয়ে দেয় আপনার সেবায়, আপনার বন্ধুত্বে। এরকম বন্ধু কটা জোটে বলুন?
যাই হোক মশার গুনগান করতে গেলে ইতিহাস লেখা হয়ে যাবে। এদিকে আমার মশাদের প্রতি কৃতজ্ঞতা টের পেয়ে তারা তাদের ভালবাসার পরিমান বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে অতি ভালবাসাও বিরক্তির কারণ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৩