'সেই তুমি' আর গাইবেনা কেউ
সেই দরাজিয়া স্বরে;
'রুপালী গিটার' ঠিকি ফেলে আজ
চলে গেলে চিরতরে।
'শেষ চিঠি' হায় শুনিয়েই গেলে
এই ঘুম ভাঙ্গা শহরে;
পালাতে চাইলে পালানো কি যায়
হৃদে যে দাপটে রহো রে।
কষ্ট পেতেই ভালোবেসে শেষে
একি হায় দিয়ে গেলে;
ফেরারি মন সে ফেরারীই হলো
ঘর ছাড়া সুখী ছেলে।
সত্যিই কেউ বুঝেনি তোমারে
হাসতে গাইতে দেখে;
হারিয়ে বুঝেছি হারানোর দুখ
হারিয়েই লোকে শেখে।
কাঁটাতার ছিড়ে নেই কোথা বাকি
দুই বাংলার ভূমি;
বাঙ্গালি পাবেনা গায়নি যে কভু
'সেই তুমি' 'সেই তুমি'।
রাজ করেছিলে সকল হৃদয়ে
আছে যা বাংলাভাষী;
ভুলবোনা 'এবি' ভুলবোনা কভু
ভালোবাসি ভালোবাসি।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০