মান জ্ঞান টনটনে
ভীষন তার ইগো;
নামখানা দাঁতভাঙ্গা
প্রিয় বিদ্রোহী ভৃগু।
পুরনো ব্লগার তিনি
নামে লাগে রাশভারী;
ভুল ভুল জেনো ভুল
সুকোমল মন তারি।
নবীনের তরে তিনি
সতত প্রাণসখা;
সদা দেন উৎসাহ
যাহাই হোক লিখা।
সামু ব্লগে আমি এক
কাঁদামাটি ধূলিকণা;
স্নেহে তার মাথায় উঠি
আপন এমন, ক'জনা?
কলম তার সদা চালু
লিখে যান অবিরত;
জীবনের অসঙ্গতি
সমাজেরি যত ক্ষত।
যা দেখেন গোলমেলে
তাতেই তিনি আগ্রহী;
সেই দেখে বেশ বুঝি
কেনো নাম বিদ্রোহী।
কাব্যে কি গভীরতা
সেকি তার ছন্দ;
তারি মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
লিখা তার পড়ে বুঝি
আমি কত তুচ্ছ;
নিজেরেই লাগে যেনো
সারমেয় পুচ্ছ।
ছড়া লিখা নয় সোজা
ঘটে লাগে মশলা;
কলম ঘষে লাভ নেই
যত হাত কচলা।
দিনশেষে বুঝি ঠিকি
ঘাটের আমি কুত্তা;
লোকে হয় হেসে খুন
লিখবোনা ধূৎ তা।
তোমার ছন্দ দেখে
মরি আমি শরমে;
জ্ঞানীরে টেক্কা দেয়া
মানা আছে ধরমে।
কাব্য ছাড়াও তিনি
লেখেন নিয়ে রাজনীতি;
খিস্তি খেওরটি নেই
বিনয় ভরা পরিমিতি।
লিখার সেকি মান তার
কোট করেন উক্তি;
সাবলীল লেখনীতে
দেন ক্ষুরধার যুক্তি।
সাহিত্য শুধু নয়
সর্ব জ্ঞানে পটিয়সী;
অনায়াসে যান লিখে
কথা সব রসি রসি।
জ্ঞানের বহর দেখে
লাজে হই ম্রিয়;
এটুকুনই বলে যাই
তুমি বড় প্রিয়।
জ্ঞানের 'গ' ও নেই
নই কোনো বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।
ভায়া তুমি ভালো থেকো
লিখা কভূ ছেড়োনা;
তোমার-ই লিখা পড়ে
পাই ব্লগে প্রেরনা।
উৎসর্গঃ
ডেডিকেটে কার নাম
লাগবে বলা কিগো?
হ্যাগো হ্যাগো সেগো মোগো
প্রিয় বিদ্রোহী ভৃগু।
ছবিঃ
প্রপিখানা ছাড়া হাতে
নেই কোনো ছবি;
দিনু ছেপে,তাই সই
ক্ষমো মোরে কবি।
সেকেন্ডখানা ফেবুতে
ভৃগুদার প্রপি;
চুপি চুপি চামে চামে
তাই দিনু কপি।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩