আজ দেবো কাল দেবো
গুনে গুনে বিরাশি;
এত লেজি কেনো বাপু
কনফার্ম কুম্ভ রাশি।
তিন মাস পার করে
অবশেষে মহারাণী;
চমকে চমকে ঠাসা
দিলো তার পোষ্টখানি।
এতোদিন পাঠকেরা
ছিলো মহা টেনশানে;
কি যে লিখে মহারাণী
স্রেফ তাহা খোদা জানে।
মুডটাই বড় কথা
কখন যে কি ভাবেন;
সবচেয়ে মুশকিল
সকলকে ভাবাবেন।
ভাবনাটা এখানেই
তার বড় শক্তি;
প্রচন্ড ভালোবাসা
নেই তাতে মুক্তি।
আকাশের চেয়ে বড়
মায়া ভরা বুকটা;
আহি ভরে স্নেহে তার
লাজে লুকি মুখটা।
সে কি তার মায়াজাল
আটকেছি বাঁধনে;
এমন আপুনি স্রেফ
মেলে শত সাধনে।
সামুতে এডিক্ট আমি
ব্লগে হনু মহা মত্ত;
নেশা জাগিয়েছে জেনো
শায়মা-ই, কথা সত্য।
যত বিজি থাকি তবু
একবার আসা চাই;
মনে আশা,ভালো লাগা
আপুনিকে যদি পাই।
জানি আমি এই কথা
নয় মোটে একা মোর;
আরো আছে কতশত
শায়মাতে লাগা ঘোর।
ছিনু পাঠে ভ্যাগাবন্ড
কেয়ারলেস স্লগার;
আপুনির হাতে পরে
আজ আমি ব্লগার।
স্বীকারেতে মোটে নেই
কোনোরূপ হীনতা;
আপু ছাড়া ব্লগখানা
স্রেফ যেনো চিরতা।
নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।
আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে।
মোর লিখা ছড়া নাকি
আপুনির প্রিয়;
হেসে লোকে কুটিকুটি
আমি লাজে ম্রিয়।
লোকে হাসে তাতে কি
আই ডোন্ট কেয়ার;
আপুনির ভালোবাসা
এনাফ এন্ড ফেয়ার।
এই আপু কুটুকুটু
খুব ভালবাসি জেনো;
সদা এনজয় করি
তোমার ঐ ঘ্যানো ঘ্যানো।
অভিমানে বলি তবু
তুমি মহা ভুলোমনা;
কি করে ভুললে তা
শায়মা আপু রাগ করোনা
যাই এলো মোটা ঘটে
ব্যস লিখে ফেললুম;
কাঁচাহাতে আপুনিকে
কৃতজ্ঞতা জানালুম।
উৎসর্গঃ
উৎসর্গেতে কেগো
তাও বুঝি বুঝা বাকী;
ওফ বাবা কি ঝামেলা
ব্রেনে কিছু নাই নাকি!!!
ছবিঃ
পরীটাকে দেখিনি
ছবি পাই কই;
তারি প্রপি পেষ্ট করি
ভাবি তাই সই।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭