সামু ব্লগে জনপ্রিয়
প্রামানিক ছড়াকার;
বা'চোখের নীচে উঠে
বিশাল এক ফোঁড়া তার।
সবার আগে দেখেন তা
আদরের গিন্নি;
নাশতার টেবিলেতে মুখে
যেই তুলে ফির্নী।
দেখে শুরু চিৎকার
ও বাবারে ম'লাম আমি;
টিউমার রে,ক্যান্সার রে
গেলো বুঝি জানু স্বামী।
চেঁচিয়ে চেঁচিয়ে সারা
বাড়ি করে তোলপার;
সারা সামু এক করে
ডায়ালেতে বারবার।
ওরে নদী,ওরে রসি
তোরা সব কই গেলি;
আয়না রে তাড়াতাড়ি
ক্লিনিকেতে নে না ঠেলি।
গেম ভায়া,সাস ভায়া
দৌড়ে আয় জলদি;
লোকটার কি যে হলো
বেশ ছিলো হেল্দি।
ফোন পেয়ে ছুটে আসে
রাখাল আর কান্ডারি;
বিলাপেতে কেঁদে উঠে
সুর তোলে ভান্ডারি।
জানা,রিকি,জুন,বীথি
আপু সব এক সাথে;
দল বেঁধে আসে ছুটে
সবে এক রিকশাতে।
এসে শুরু চেঁচামিচি
চিৎকার হৈ চৈ;
এ দেবে,সে দেবে বলে
ভাড়া নাই,ভাড়া কৈ?
তাড়াহুড়ো করে সবে
আসে ভুলে পার্স ফেলে;
রিশকার ডেরাইভার
রাগে যেনো গিলে ফেলে।
ছুটে আসে হামা ভাই
রাখো রাখো আমি দেবো;
লেডিস যে দেখো নাকো
চড়ে দাঁত তুলে নেবো।
উর্বিপু ছুটে আসে
হাতে নিয়ে রঙ তুলি;
সারারাত এঁকেছিলো
গায়ে মাখা কালি ঝুলি।
সুমন আর অপু ভায়া
আসে চড়ে ট্যাক্সি;
খালি পায়ে আরজুপু
শুধু পড়ে ম্যাক্সি।
কা_ভা ভায়া ছুটে আসে
কেজি দুই ফ্রুট নিয়ে;
তাড়াহুড়োয় চটি জোড়া
পড়ে ভুলে উলটিয়ে।
লেদারের পানজাবী
জিন্সের সালোয়ার;
গাড়ী চড়ে ভাবে আসে
কবি সেলিম আনোয়ার।
গিয়াস আর কিরমানী
দু'লিটনই দেয় হাজিরা;
কল দেয় প্রবাসের
মানবী,চাঁদগাজীরা।
আবুলের বাপও আসে
সাথে নিয়ে সেয়ানা;
স্রেফ আসেনি বিশু ভায়া
মিটিং আছে গায়ানা।
সাদা আর বোকা মানুষ
দু'জন আসে ফটাফট;
রুদ্র,কাবিল,রুপক সাধু
সাথে ঘুড্ডির পাইলট।
ঘরে ঢুকে সকলেই
ভাবীকে দেয় শান্তনা;
বাড়ে আরো ভলিউম
কান্নায় সে ক্লান্ত না।
ডাক্তার নার্স ডাকো
ডাকো উঝা বদ্যি;
জানাপুকে জড়িয়ে
উড়নাতে মুছে সর্দি।
লেট করে ঢং করে
অবশেষে শায়মাপু;
ঘরে ঢুকে ছল ধরে
কান্নায় কাঁপু কাঁপু।
কতো নাম বলবো
বাদ নেই কেউ মোটে;
সবে আসে কল পেয়ে
পরিমরি এক ছুটে।
সামুর যতো ডাক্তার
সবে এলো এক ছুটে;
কবে হলো,কেনো হলো
জেনে নেয় খুটে খুটে।
ডাক্তার সব শুনে
কয় সবি বুঝলাম;
লাভ নেই শুধু শুনে
যদি রুগী নাই দেখলাম।
এত'খনে সকলের
ফিরে আসে সম্বিত;
আরে ঠিকি তাইতো
কোথা গেলো প্রামানিক!!!
খোঁজ খোঁজ রব রব
নেমে পড়ে সব ব্লগার;
বাথরুমে,ড্রইংরুমে
কোথা নেই ছড়াকার।
পিচ্চি হুজুর টেটনা বড়
উঁকি দেয় সি্ড়িতে;
দেখে সেথা প্রামানিকে
বিড়ি ফুঁকে বসে পিঁড়িতে।
ব্যাপার কি দাদা তুমি
বাহ দেখি আছো বেশ;
ঐ দিকে গোটা সামু
টেনশানে প্রায় শেষ।
প্রামানিক হেসে কয়
আরে ব্যাটা হাদারাম;
ফোঁড়া নয় ওটা ছিলো
ছুঁড়ে ফেলা চুইংগাম।
বাচ্চাটা খেলছিলো
মুখে ছিলো গাম টা;
কোলে নিয়ে চুমু খেলে
মুখে ছুঁড়ে দিলো তা।
খেয়াল তা করিনি মোটে
কি করে যে লেগেছিলো;
তাই দেখে তোর ভাবী
কান্ড বাধিয়ে দিলো !!!
তাও বলি একভাবে
লাগছে ভীষন ভালো;
মিলনের এই মেলা
সামু হোক আরো আলো।
ডান-বাম,আস্তিক-নাস্তিক
দ্বন্দের বেড়াজালে;
প্রায়ই দেখি সামু ভরা
অশ্লীল গালাগালে।
মোটে ভালো লাগেনা
এই সব হীনতা;
সামু হবে নির্মল
মুক্তির বারতা।।
পরিচয় একটাই
আমরা সামুর ব্লগার;
স্বপ্ন দেখি একি সাথে
নতূন প্রভাত জাগার।
নটে গাছ মুড়লো
কথা মোর ফুড়লো
যাবার আগে বলে যাই
আর মোটে দুটো লাইন;
এসোনা সবাই মিলে
সামুটাকে করি শাইন।
উৎসর্গঃ
শিউর আমি সকলেরি
কনফার্ম এক দাবী;
পোষ্ট হোক ডেডিকেট্
প্রিয় প্রামানিক ভাবী।
নাম আছে আরো এক
মহারাণী শায়মা;
তারে ক্যান বাদ দিমু
সে কি মোর সৎ মা??
ছবিঃ
নেট থেকে মারলুম
পারি নাকো আঁকা আঁকি;
ভরসা গুগল সার্চ
ভারী মজা দিয়ে ফাঁকি
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩