বুবলির রূপকথা
দুহাত বেড়ের এতোটুকু জানালায়
নীল আকাশের এক ফালি দেখা যায়;
আর জানলার ঐ গরাদগুলোর ফাঁকে,
জল টলোটলো বিষাদমাখা চোখে,
বুবলিকে দেখা যায়…
বুবলির যতো স্বপ্ন ছিল হায়,
লাল-নিল ডোরা প্রজাপতি হয়ে
ফিঙ্গেটার পিঠে সওয়ার হবার স্বপ্ন ... স্বপ্নই থেকে যায়।
বুবলির রূপকথা ... রূপকথা থেকে যায়!
মা বলেছিল, বাবা আসবে আজ
নয়টা-বারোটা-দুইটা-চারটা
সন্ধ্যে নামে ... রাত হয়ে যায়...
বুবলির গালে মন খারাপের ভাঁজ।
তাই জানালার ঐ গরাদগুলোর ফাঁকে,
জল টলোটলো বিষাদমাখা চোখে,
বুবলিকে দেখা যায়...
বুবলির যতো স্বপ্ন ছিল হায়,
পথ খুঁজে ফিরে মাথা খুটে মরে গ্রিলের বারান্দায়,
বুবলির রূপকথা ... রূপকথা থেকে যায়!
বাবা দিবসে কিছু একটা লেখার অপচেষ্টা করছিলাম। সেদিনের অপচেষ্টাটাকে মুক্তি দিব কিনা ভাবতে ভাবতে মুক্তি দিয়েই দিলাম।
সব শেষে আরো কিছু ছবি...অবশ্যই বাবা দিবসের থিমে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪