আমি বলছি না মুড়ি খাইতেই হবে,
আমি চাই কেউ একজন আমার জন্য মুড়ি এনে দিক,
শুধু আকাইম্মা বসে চাবানোর জন্য।
কাম ছাড়া বসে থাকতে থাকতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না মুড়ি খাইতেই হবে,
আমি চাই কেউ আমাকে গুড় এনে দিক।
আমি মুড়ি ভাজা নিয়ে কাউকে আমার
পাশে বসে থাকতে বলছি না।
আমি জানি এই কর্পোরেট যুগ
ঝালমুড়ি কে বন্দি করেছে প্রানের প্যাকেটে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ
আমার মরিচ লাগবে কিনা, আমার পেঁয়াজ লাগবে কিনা,
চানাচুর ভাজার সঙ্গে আরোও সরিষার তেল লাগবে কিনা।
তেল দিয়ে আমি নিজেই মুড়ি মাখাতে পারি।
আমি বলছি না ঝালমুড়ি খেতেই হবে,
আমি চাই কেউ একজন এক কাপ চা দিক।
মুড়ির সাথে কিছু খেতে বলুক।
পেঁয়াজ মরিচ কাটার সঙ্গী না হোক,
কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুকঃ
“তোমার মুড়ি এতো ঝাল কেন?”