আমার শান্ত শহর
তোমাতেই জেগে উঠে
একবার একাধিক বার,
ভেবেছি
শহর বদলাবো
না হয় প্রিয় শহর
বদলাবে আমাকে
জেদ না থাকলে নাকি কিছু পাওয়া যায়না।আমি জেদ করলাম তোকে পাওয়ার ,এটা যেন এক আবদার,ছোট্ট মেয়ের পুতুল চাওয়ার মত ।অথচ তুমি হলে সদা জ্যান্ত । শব্দটা তোর সাথে খুব যায় । এই হয়ত তুমি কাইত ,আবার এই দৌড়াচ্ছো ,কখন তুমুল বেগে আমাকে লক্ষ্যে রেখে ছুটে আসো, কখন তোর লক্ষ্য কই কই যে ভ্রষ্ট হয়,আল্লাহ মালুম
খুব কম সময় ইগো কে পাত্তা না দিয়ে টিকে থাকাটা কঠ্ঠিন । গত দেড়টা বছর ইগো বল, রিস্ক বল , এহেন কিছু নাই যে বাদ দিছি ।এই তুইটা যখন আমার সাথে জিততে চায় ,তখন আমার আনন্দ লাগে ।আমার অপেক্ষার কাছে তুই পারবিনা, ভিতরে কষ্টে মরব,কখ্খন তুই টের পাবিনা ।
যখন তোর নাম্বার ডিলিট করলাম ,একটু পর মনে হল নাহ একটা ম্যাসেজ পাঠাই ,একটাতে আর কি হবে , বক্সে রাখা কাগজে তোর নাম্বার লিখা, সেটা খুজেও পেলাম না ।এখন মনে হচ্ছে নিজের হাত টা খেয়ে ফেলাই ।তোর ঠিকানা জানি না, এমনকি তোর নতুন নাম্বার জানা নাই ।পাতায় পাতায় চিঠি লিখা চলছে, গুটি বাজ ম্যাসেজ লিখছি ।
এক কাজ করো ,তোমার ইগো টাকে খুন করো ,সঙ্গে আছি

আলোচিত ব্লগ
৩০ লক্ষ মানুষকে অতিদারিদ্র হওয়া থেকে রক্ষা করতে যা করা প্রয়োজন
বিশ্বব্যাংক আশংকা করছে এই বছরে বাংলাদেশে আরো ৩০ লক্ষ মানুষ অতিদরিদ্র হবে।
বাংলাদেশে আগামী ছয় মাসের মধ্যে ৩০ লাখ মানুষকে অতিদরিদ্র হওয়া থেকে রক্ষা করতে হলে দ্রুত, কার্যকর... ...বাকিটুকু পড়ুন
Attack on Titan দেখার অনুভূতি
স্পয়লার ফ্রি লেখা। পড়তে পারেন।
Attack on Titan এনিমে সিরিজটা দেখে শেষ করেছি মাসদেড়েক আগে। এইটা যখন শেষ করেছি তখন মাথার মধ্যে এমন অবস্থা ছিলো যে এইটা নিয়ে লেখার মত অবস্থায়... ...বাকিটুকু পড়ুন
হাদিসের মান নির্ধারণের প্রচলিত পদ্ধতি সঠিক নয়
সূরাঃ ২ বাকারা, ২৮৬ নং আয়াতের অনুবাদ-
২৮৬। আল্লাহ কারো উপর এমন কোন কষ্ট দায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তার।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ, তারুণ্য ও জুলাই- কোনোটারই প্রতিনিধিত্ব করে না এনসিপি
১। জুলাই-আগস্টের সেই তারুণ্য বনাম বর্তমানের কথিত তরুণদের দল
কী একটা দারুণ সময়ই না ছিল ২০২৪-এর সেই জুলাই-আগস্ট!
যে তারুণ্য নিয়ে আমরা দেশবাসী ছিলাম হতাশ, যে তারুণ্য নিয়ে কথা বললে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। দেশে স্টারলিংকের ইন্টারনেটের সর্বনিম্ন মাসিক খরচ ৪২০০ টাকা
অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও একই... ...বাকিটুকু পড়ুন