২৬/৬
ফোনটা যখন কেটে যেতো ,তখন ই কি জানি বলা হয়নি বলে আবার বাক্যালাপ । ব্যালেন্স শেষ হলে দুজনের দৌড়াদৌড়ি বা টি এন টির সাথে প্যান প্যানানি ।কিছু তো একটা ছিলো
একদিন হয়ত ঠিকই বুঝে যেতাম কি ছিলো ,ছেলেটা যেমন একটা বৃষ্টির দিনে আসছিলো,তেমনি একটা দিনে চলে গেলো ।আমার অধিকারের জায়গা টুকু নিয়ে চলে গেলো.......
গত ৯ মাসের শুভ্র ফোন দিয়েছে, আমি তো ছিলাম নিরুত্তর ,এমন কিছুর পর আর কিছুই থাকেনা বলার।
শুভ্র শুভ্র শুভ্র শুভ্র শুভ্র
আবার সেই পথে গুড়ির বৃষ্টিতে কে যেনো শুভ্রর মুখো মুখি করায় দিলো ,যে চলে যেতে চায় তাকে কিছুতেই বেধে রাখা যায়না ,আবার যদি সে ফের আসে তবে?? তবে কি সে তোমার?? জানি না ,জানতে চাই না
এই বরং ভালো , শুভ্র ,তোর মাঝে থাকা,তোর ভাবনা , হাত বাড়িয়ে ছোয়া ,আবার একদিন তোর হারিয় যাওয়া


ভয়ংকর সুন্দর
" ভয়ংকর সুন্দর "
তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারুর হলেও কল্পনায়
তুমি একান্তই আমার।তোমায় নিয়ে আমার হাজার গল্প
গুলো মৃত্যু পর্যন্ত আমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখব।
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে... ...বাকিটুকু পড়ুন
এখনো নদীপারে ঝড় বয়ে যায় || সোনারুর কণ্ঠে আমার লেখা ও সুর করা গানের এ-আই কভার
এ গানের উপর একটা পোস্ট লিখেছিলাম গত বছর। আজকে এ-আই জেনারেটেড কভার সং-এর দুটো ভার্সন শেয়ার করবো। তার আগে গত পোস্টে যা লিখেছিলাম, সামান্য এডিট করে সেটাই তুলে দিলাম এ... ...বাকিটুকু পড়ুন
জীবনে বিফল হলে, নিচের মানুষটির ছবি দেখবেন
মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ভবিষ্যৎ
বাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে ,... ...বাকিটুকু পড়ুন
=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন