সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের দেয়া নেট অ্যাকসেস সুবিধা ব্যবহার করে অতি সহজেই প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইংরেজি ই-বই ডাউনলোড করতে পারছি এবং ইতোমধ্যে নিম্নলিখিত পরিমাণ বই ডাউনলোড করেছি:
(১) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স- ৯৩২টি (আমার ফিল্ড বলে কথা),
(২) কম্পিউটার সম্পর্কিত- ৫৭৬টি,
(৩) ফিসারিজ- ৫০১টি,
(৪) ফুড সায়েন্স- ৬১০টি,
(৫) IELTS- ২৯টি,
(৬) TOEFL- ৬৬টি,
(৭) দুর্যোগ ব্যবস্থাপনা (Disaster management)- ৫১৮টি,
(৮) অন্যান্য-৭০৫টি।
বিনামূল্যে বই পেতে আগ্রহীদের পক্ষ হতে তাদের প্রয়োজনীয় বইয়ের নাম (লেখকের নামসহ) সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।