টুপুরের দিনলিপি:
এমন অদ্ভুত সুন্দর সময় সহজে যায়না পাওয়া। তোমার একটু পাশে থাকা, এলোমেলো চাহনি ফেলা, স্পন্দন হৃদয়ের ক্ষনে ক্ষনে বেরে যাওয়া। আর তোমার হাতে হাত ছুয়ে গোধুলির উষ্নতায় নিজেকে হারিয়ে ফেলা, শুধু তাই নয় সন্ধ্যেতেও তোমার পরশে আমার অনাবিল আনন্দময় সময় যেখানে মনের ক্যানভাসে প্রতিটি রেখার আছড়ে তুমি।
জানিনা হঠাৎ কি এমন নজর লেগেছিল তোমার আমার স্বপ্নিল ভাললাগার তরীটা কে আঁচড়ে ফেললো কুল ভাঙা নদী তীরে। মাতাল ঢেউ যেন স্মৃতিময় মহুর্তগুলোকে লিখে দিল বিষন্ন কাব্যকথায়।
শুরুটা ছিল খুব সাধারণ ভাললাগার লোভে একটু কাছে থাকা নীরব খুনসুটি আর দুষ্টুমির পরশ। হঠাৎ তোমার এমন আশ্চার্য্য আচরনে থমকে যাই আমি। একি তবে আমার একাই প্রলাপ বকে যাওয়ার মতই তোমার উপর চাপিয়ে দেয়া। আমি পারিনা আর নিজেকে ধরে রাখতে এই কি ছিলে তুমি। না এ আমারি ভুল কেন গিয়েছিলাম তোমার উপর অবাধ অধিকার ফলাতে। ঘুমহীন চোখ নিয়ে অদ্ভুত বিষন্নতায় সারাটা রাত জেগে থাকা আর ভাবা কি ছিল আমার অপারগতা।
পরের দিনটা শুরু হয় সাদাকালো ফ্রেমে। উদাসী ভাবনা মাথায় ঘুরপাক খায়। না কোন সমাধান নয় শুধু সহস্র প্রশ্নের উদ্রেক করে দিয়ে সময় হেটে চলে। তখন আবার বললে আজ আর আসবেনা তুমি, তবে কি আমি এমন করে তোমাকে না দেখি সেও আমার অপরাধ। কোন ফাঁকে চোখের ভিতর জমে উঠা নোনাজল মুখ বেয়ে নামতে শুরু করল, আর কোন বাধ তারা মানবেইনা।
"হৃদয়ে রক্তক্ষরন
দেহেতে মৃদু কাঁপন,
নির্বাক ভাষাহারা চোখে
শুধুই অঝোর শ্রাবন........."
কেন এমন হল, তুমি কি আসবেনা ? এসব ভাবনায় মনটা যখন বারেবার ক্ষতবিক্ষত হচ্ছে ঠিক এমন সময় দরজায় শব্দ হল। চোখ তুলে তাকিয়ে দেখি তুমি, থমকে দাড়িয়ে গেছ তুমি আমায় এমন দেখে। তোমার হৃদয়ের স্পন্দন যেন টের পাচ্ছি। কিন্তু তুমি তো এলে না আমার কাছে, আলগোছে আমার মাথা তুলে নিলেনা তোমার কোলে অথবা একবার শুধু মুছিয়ে দিতে চোখের পাশটাকে। ঘর ভর্তি মানুষ তাই কিছুই করলেনা, তুমি শুধু একবার এসে আমার হাতটা ধরলে আর কপালটা ছুয়ে দিয়ে গেলে।
অভিমান ভরা মনটাকে শান্ত করার প্রাণপাত চেষ্টা করে যাচ্ছি. অসহায় হয়ে দাড়িয়ে থাকা তোমায় পাশ কাটিয়ে নিজের সাথে লড়ছি। একটু শান্তনাময় কোন কিছু নয় চারপাশে শুধু প্রবন্চনা। তার মাঝে অচেনা তুমি আমি আর তোমার করুন চোখের চাহনিতে আমার মুখ ফিরিয়ে নেয়া। এমন অবেক্ত আবেগপুর্ন মহুর্তকে যায় হারিয়ে চেনা। সব শুন্য চারিপাশে যেন কিছু নেই কেউ নেই।
প্রতিটাক্ষন হৃদয়ের প্রতিটা স্পন্দন যেন বলে দেয় সময় কত নির্মম। কিছুতেই আর মন মানেনা অকারন বিচলতায় বিক্ষিপ্ত ক্ষন। প্রতিক্ষার প্রহর গুনি হবেকি এই ব্যাথার মরন। তুমি শুধু একবার দেখা দাও বলে দাও ভুল করে করা ভুল, কভু ভুল নয়, তুমি বলে দাও, শুধু বলে দাও ভালবাসি.........
হঠাৎ এইসব চিন্তা সুত্রের সকল জাল ছিড়ে তুমি এলে, যেন কোন এক উপনাস্যের পাতা থেকে উঠে আসা ভাললাগার মুর্তিমান প্রতিক হয়ে। সহস্র বাঁধা কে তুচ্ছ করে গুচ্ছ গুচ্ছ মান অভিমানকে সরিয়ে জড়িয়ে থাকা তুমি আমি আর থেমে যাওয়া একটি ক্ষন যা কখনোই ভুলার নয়, বলার নয়, শুনার নয় শুধুই অনুভবের একটি অন্তিম ভাললাগা......এ নয় প্রকাশিত কোন ভাষায় উপমায় কাব্বোকথায়....শুধু বলব অদ্ভুত অনুভবের স্পর্শতায় মনকে ভরে দেয় কানায় কানায়........
"এক মহুর্ত্বের জন্য যেন
তুমি আমি মিলে একা এক পৃথিবী,
পরোয়া হয়না আর জগত সংসার
হাতে হাত রেখে তাই খুলে দিয়েছিলাম মনের রুদ্ধধার"
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১২ বিকাল ৪:২৩