বছরের শেষদিন আজ ।মৃদু কাঁকনের শেষ শব্দও যেন হারিয়ে গেছে।শুধু শোনা যাচ্ছে যেন নতুন এক কঙ্কনের সুর। ভিন্ন রকমের এক আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে হলরুম।
আশাবাদী,নৈরাশ্যবাদী মানুষের উৎকন্টার শেষ নাই। কে এই ম্যাজিকম্যান? যিনি কথা দিয়ে মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেন। কী এমন আছে উনার কথায় যে মানুষ মন্ত্রমুগ্ধ হয়, তন্ময় হয়ে উনার কথা শুনে।জীবন সম্পর্কে কী বলবেন আজ এই বৃদ্ধলোক?
পুরা হলরুমে পিনপতন নীরবতা।সৌম্য, শান্ত, বিনম্র,দীপ্তিমান চেহারার পৌঢ় লোকটি হলরুমে প্রবেশ করলেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে বললেন, আজ বছরের শেষদিন। কাল নতুন বছর শুরু হবে। আমার আর তেমন কিছুই বলার নেই। তারপর ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডর ওপর লিখলেন,
"Lifeisnowhere"
এ কথাটি লিখেই চেয়ারে এসে বসলেন। সবাই এখন আরো বেশী চুপচাপ।পৌঢ় লোকটি কি লিখতে গিয়ে কি লিখলেন?
তারপর, দর্শক সারি থেকে একজনকে ডেকে নিয়ে বললেন,
ব্ল্যাকবোর্ডের উপর লিখা অস্পষ্ট শব্দটি ভালো করে লিখতে।
লোকটি মনদিয়ে কয়েকবার পড়ে লিখলো,
Life is nowhere.
উনাকে আসনে গিয়ে বসতে বললেন। আরেকজন লোক আসলো। উনিও
মনোযোগ দিয়ে পড়ে লিখলেন-Life is nowhere.
এবার উনি দাঁড়ালেন। একটু হেঁটে স্টেজের আরো সামনে আসলেন। তারপর
দর্শকদের দিকে চেয়ে শান্তভাবে বললেন-উনাদের কথা ঠিক আছে।
তবে শব্দটি চাইলে এভাবেও লিখা যায়- "Life is now here."
জীবনের অক্ষরগুলো কীভাবে সাজিয়ে নিবেন তা একান্তই আপনার নিজের ইচ্ছার উপরই নির্ভর করে।
L=Love হতে পারে আবার Lust ও হতে পারে।ঠিক তেমনি,
I=Inspiration হয়, আবার Irritation ও হয়।
F=Friend ও ভাবতে পারেন অথবা Foe
E=Energize অথবা Enigma.
সাজানোর দায়িত্বটা কিন্তু একান্তই আপনার।
Love=একটাই জীবন পেয়েছেন। এ জীবনকে সবচেয়ে বেশী ভালোবাসুন।
Inspiration=জীবনকে ভালোবাসার জন্য অনুপ্রেরণা বড় বেশী দরকার।
Friend=নিজের জীবনকে ভালোবেসে যখন অনুপ্রেরণা দিবেন প্রতিনিয়ত, দেখবেন এ জীবন আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে গেছে।
Energize=বন্ধু হিসাবে যে জীবন পেলেন তাকে এনার্জাইজ করুন। দেখবেন এই বন্ধু আর ক্লান্ত হবেনা। জীবনে তখনই পরম শান্তি পাবেন।
আবার বিপরীত দিকে Lust,Irritation,Foe, Enigma এসব নিয়ে যদি মনে করেন এটাই হলো জীবন।Life is no where-তবে কিন্তু নিজেকে নিজেই ঠকাবেন।নিজের মাঝেই যদি শান্তি তৈরী করতে না পারেন, তবে পৃথিবীর কোথাও শান্তি মিলবেনা।
যতই ধন,সম্পদ, প্রাচুর্য্য, বিত্ত, বৈভব থাকুক আকাশের সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। তেমনি সীমাহীন সুখ বলেও কিছু নেই।জীবন আপনার কাছেই আছে, ঠিক তেমনি সুখও নিজের কাছেই আছে।
আবারও উনি ব্ল্যাকবোর্ডের কাছে গেলেন।
এবার লিখলেন-Impossible.
তারপর মাইক্রোফোনে দৃঢ় কন্ঠে বললেন-এতোক্ষণ যা লিখলাম, যা বললাম তা কি আসলেই --Impossible. ?
এরপর বললেন- এই শব্দটা ভালো করে দেখুন। কিছু বুঝা যায় । এই Impossible শব্দটি ভুলে যান। আর এই শব্দের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী বাক্য- "I m possible."
আশাকরি নতুন বছরে মন থেকে মহৎ যা কিছু চাইবেন,তাকেই সম্ভব করে তোলবেন।এই হোক নতুন বছরের প্রত্যাশা। শুভহোক, শ্বাসত সুন্দর হোক, মহিনমান্বিত হোক সবার জীবন।স্বাগতম ২০১৪ সাল।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০১