জানিনা, উনার আগের কোনো নিক ছিলো কিনা। প্রথমে খেয়াল করলাম ব্লগিং করছেন মাত্র ৪ ঘন্টা৩৭ মিনিট। কিন্তু ৬/৭ পাতায় পরিপূর্ণ উনার পোস্ট। কৌতুহল থেকে গুনা শুরু করলাম মোট ৬১ টি পোস্ট। এরপর একেবারে উনার দেয়া প্রথম পোস্টটি পড়লাম। মনে করেছিলাম- হয়তোবা হিজিবিজি লিখে পাতা ভর্তি করে ফেলেছেন।
কিন্তু না। অনেক পরিশীলিত, মার্জিত, বেশ চমৎকার পোস্টগুলো।
ইচ্ছে হলো সাজিদ উল হক আবির কে শুভকামনা জানাই। উনার পোস্টেই জানিয়েছি। সাথে অন্যসবাইকে ও জানিয়ে গেলাম। ভাই আপনার জন্য শুভকামনা রইলো।
(সাময়িক পোস্ট)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০২