আপনার কথা শুনে তো স্যার আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে।আপনার কথাতো আমি কিছুই বুঝতে পারছিনা।
এখনো বুঝতে পারবেনা। তবে সপ্তাহ দুয়েক পরে ঠিক বুঝতে পারবে।
ও, এককাজ করো তুমি। তোমার সাথে এটা কীসের ব্যাগ।
স্যার,এটা আমার বই পড়ার ব্যাগ। বিভিন্ন রকমের ইন্সপাইরেশানাল, থট প্রোভোকিং বই সংগ্রহ করি। আজকেই লাইব্রেরী থেকে নিলাম।
অ। আচ্ছা।
তোমার ব্যাগটা খুলে বইগুলো টেবিলের উপর রাখো। আর এই ফলগুলো তোমাকে দিলাম।তবে ফলগুলো খাওয়ার জন্য নয়। তোমার কাছে রাখার জন্য। শুধু মনে রেখো , যেখানেই যাবে, যে অবস্থায় থাকবে, দিনে, রাতে, আহারে, নিদ্রায় সবসময় তোমার সাথী থাকবে এই এক ব্যাগ ফল। এ গুলো হলো মনে করো তোমার জন্য আমার উপহার । এর নাম হলো শান্তিফল।
আমিতো স্যার এখনো আপনার কথা কিছুই বুঝতে পারছিনা।
বললাম না, কিছুদিন পরে বুঝতে পারবে। আর ঠিক ১৫ দিন পরে তুমি আমার সাথে দেখা করো।ঠিক আছে। এবার তুমি আসো।
আরিফ, ঠিক পনের দিন পর আমার অফিসে দেখা করতে এলো। হাতে সেই ফলের ব্যাগ।
এই পনের দিনে ফলগুলো থেকে বিকট পচা দুর্গন্ধ বের হচছে। আরিফকে দেখেই বুঝা যাচ্ছে। বেচারার অবস্থা ভালো না। আগের চেয়েও খারাপ।
আমি জিগ্গাসা করলাম। তো আরিফ বলো। তোমার কি অবস্হা। মনে কি শান্তি আসলো। তুমি যে শান্তির জন্য এসেছিলে? এখন কি একটু শান্তি পাচ্ছ?
না স্যার। এটা কোনো কথা হলো। এই ফলের ব্যাগ বহন করতে করতে আমার কাহিল অবস্থা।প্রথম দুয়েকদিন মোটামুটি ভালোই ছিলো। এরপর যতদিন বাড়তে লাগলো মনে হলো এগুলোর ওজন শুধু বাড়ছে। তারপর ধীরে ধীরে শুরু হলো পঁচা গন্ধ। আর এসব নিয়ে আপনি বলছেন-আমার মনে শান্তি আসলো কিনা? আমি স্যার বড় আশাকরে আপনার কাছে এসেছিলাম। একবার ইচ্ছেহলো স্যার ফলগুলো ছুঁড়ে ফেলে দিই। আবার মনে হলো ফলগুলো খেয়েই ফেলি।কিন্তু চিনিনাতো কি ফল? খাবো কেমন করে?
হুমম। আরিফ। এগুলো হলো বিষফল। এফল খেলে তুমি হজম করতে পারতে না। কিন্তু তারপরও নিজের অজান্তেই এরকম বিষফল তুমি খেয়ে বসে আছো। আচ্ছা এবার ব্যাগ খুলে ফলগুলো টেবিলের ওপর রাখো।
আরিফ ব্যাগ খুলে ফলগুলো আমার টেবিলের উপর রাখে।
আমি বলি- দেখো শুধু ফলগুলোই পঁচেছে তাই নয়। ব্যাগের ভিতর দেখো কেমন যেন কোঁড়ক আর ফাঙগাস পড়েছে।
আমি তোমার সাথে গত তিন সপ্তাহ একান্তে আলাপ করে বুঝেছি-
তোমার মনের ভিতর রয়েছে অহঙকারের ফল, হিংসার ফল, পরনিন্দার ফল, মাৎসর্যের ফল,ঘৃণার ফল। একদিকে তুমি বই পড়ছো স্টিমিউলেটিং এর জন্য আর অন্যদিকে নানা রকম বিষফল বহন করছো।যা কখনো একসাথে চলতে পারেনা। এগুলো তোমার মনকে ভারি করে তুলেছে প্রতিমুহর্তে। অনেকদিন থাকার পর-এগুলো পঁচে তোমার মাঝে শুধু ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে যে তাই নয় তোমার মনের ভিতর ছত্রাক,কোঁড়ক আর ফাঙগাসেও ভরে গেছে।
শোনো যতই তোমার বিদ্যা থাকুক, ধন থাকুক, প্রতিপত্তি থাকুক, বংশমর্যাদা
থাকুক,এমনকি যদি তুমি ধার্মিকও হয়ে থাকো,কিন্তু এই বিষফলগুলো থেকে যদি না মুক্তি পাও তবে মনে রেখো কোনোদিন তুমি শান্তি পাবেনা । কোনোদিনও না।
ফেসবুকেও পড়তে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন।
এর আগে লিখা মোরাল গল্প ফাউ
( গল্পটির আইডিয়ায় বিদেশী একটা আর্টিকেলের কিন্চিত ছায়া রয়েছে)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১১