বাংলাদেশের জন্য সঠিক পথ কোনটি? সঠিক পথ হচ্ছে:মিশ্র-অর্থনীতি ও আধুনিক টেকনোলোজীর মাধ্যমে ইহাকে পরিচালিত করে, জ্ঞান-ভিত্তি সমাজ প্রতিষ্ঠা করা; যেখানে সবার জন্য মানসম্পন্ন শিক্ষা, চাকুরী, ব্যবসা, চিকিৎসা ও বাসস্হানের ব্যবস্হা থাকবে।
মিশ্র-অর্থনীতির দিকে যাবার চেষ্টা করেছিলেন তাজউদ্দিন ও শেখ মুজিব; এই কারণে, তাদের ২ জনকেই হত্যা করায়েছিলো আমেরিকান কুটনীতিবিদরা। শেখ ও তাজউদ্দিন সাহেবের পরে যারা দেশ চলায়েছে, তারা প্রতিদিন জাতিকে পেছনের দিকে নিয়ে গেছে।
রাজনীতিবিদরা দেশ চালায়; তারা যদি অসৎ হয় ও ইডিয়ট ধরণের হয়, তাদের সরকারের লোকেরা ও ৩য় বিশ্বের চতুর ব্যবসায়ীরা জাতির সকল অধিকার, সুযোগ ও সম্পদ নিজেরা দখল করে বসে; বাংলাদেশে সেটাই ঘটেছে; বেগম জিয়া, রওশন ও শেখ হাসিনা দেশ চালনার সুযোগ পেয়েছিলো, কারণ দেশ চলে গিয়েছিলো মিলিটারী ও ব্যুরোক্রেটদের হাতে।
ব্লগে যারা আছে, এদের বেশীরভাগই শেখ হত্যাকে সঠিক কাজ হিসেবে মনে করে; অর্থাৎ, এদের সঠিক রাজনৈতিক জ্ঞান নেই। এদের মাঝে মোল্লা শ্রেনীর লোকজন আছে অনেক, যারা বর্তমান বিশ্বের জন্য বোঝা ও বিপদজনক মানুষ। ব্লগে যারা সামান্য ২/১ কলম লিখতে পারেন, তাদের বড় অংশের আধুনিক বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা নেই।