দেশের মানুষ সাংস্কৃতিক দিক থেকে জাতীর স্বাধীনতা দিবস থেকে রোজার সংস্কৃতিকে অধিক গুরুত্ব দিয়েছে; সেজন্য দেশবাসী স্বাধীনতা দিবসকে নীরবে চলে যেতে দিয়েছে। মুক্তিযোদ্ধারা প্রতিকুল পরিবেশে নিজেদের দায়িত্ব পালন করেননি। যারা সাময়িকভাবে দেশ দখল করে রেখেছে, তারা আমাদের স্বাধীনতার সময়ের পরাজিত শক্তির উত্তরসুরী; তারা দিনটিকে ঘৃণা করে। ফলে, দিনটি এসে চলে গেছে: মানুষকে জাতীয় উৎসবের জন্য উৎসাহ দিতে পারেনি।
জাতী যদি তার করনীয় কাজ না'করে, ইহা জাতী থাকে না, তারা বিক্ষিপ্ত জনগোষ্ঠীতে পরিণত হয়; আমাদের বেলায় তাই ঘটেছে; যার মাথায় যা আসছে, তা বলছে ও করছে। আমাদের মানুষের দরকারী পরিমাণ শিক্ষাদীক্ষা নেই, তাদের মাথায় যা আসছে, তারা তাই করছে; আমরা এখন ১টি জাতির মতো আচরণ করছি না; আমাদের জাতীয় আচরণ আমাদের সকল কষ্টের মুল কারণ হয়ে দাঁড়ায়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৫ ভোর ৬:৫৮