আমি নিজেকে আড়ালে রখি
লোকারণ্য হতে নির্জনতার গহীনে
শুধু তুমি দেখবে বলে।
একাকীত্বের বিষাদনীলিমা নীলে
নিমজ্জিত করেছি নিজেকে।
আমার সঙ্গ একান্তই
তোমার জন্য অনুগত বলে।
দৃষ্টিহীন করেছি নয়ন খানি,
সুধুই তোমায় দেখব বলে
অনন্তকাল জুরে ________
চন্দ্র, সূর্য, নক্ষত্র কতো যুগ ধরে....
জোৎস্নার মুগ্ধতার আলোকচ্ছটা
স্পর্শ করতে দেই নাই
তিমির রাত্রিতে, নির্জন গৃহে।
তোমার আঁখির আলোকবর্ষের বর্ষণে,
আলোকসজ্জায় আঁধার ঘুচাবে,
দেখবো পৃথিবী তোমার হৃদয় গৃহে।
সময়ের অগ্নিকুণ্ডে দাহিত করে
দহনে দহনে হৃদয় কে
শুদ্ধ করেছি তোমার জন্য।
তুমি ব্যাতিত কেও যেন
স্পর্শ না করে আমারে।
তোমার কোমল স্পর্শে
মুহূর্তেই যেন পরিত্রাণ।
এ যেন এক হৃদয়ের বিঁধান।
অনুভূতির কুড়াল দিয়ে খোঁদাই করে
তোমার নাম লিখেছি
হৃদয়ের মধ্যে খানে।
মনের কেনভাসে শুধুই
তোমার ছবি আঁকে
বিনিদ্র রজনী জুরে।
কোন এক শ্রাবণ মাসে অঝরে
বৃষ্টিতে ভিজে তোমায়--
এক পলক দেখবো বলে
নির্জন রাস্তার ধারে।
তোমার ভালবাসার এক পলক
দৃষ্টির মাঝে নিজেকে উৎসর্গ করতে,
সেই আমি আছি আজো
প্রতীক্ষারত প্রহর গুনে
মেঘবালিকা....
তোমার কি একটুও মনে পড়ে ?
=======**********========
ARS.....................
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১