আমার ভাষা আমাকে ফিরিয়ে দাও
যে ভাষায় প্রেম চেয়ে ক্লান্ত আমি, তুমি দাওনি।
আমার ভাষা আমারই থাক
আমার অতোটা প্রেম প্রয়োজন নেই, আর চাইনি।
আমার ভাষা নিয়ে করেছো প্রহসন যখন তখন
কালো কাপরেতে চোখ বেঁধে আমাকে দেখতে দাওনি।
আমার ভাষা অপবিত্র করেছো অকারন
পবিত্রতার ভাষা আমি খুঁজে পাইনি।
আমার ভাষা! বাংলা ভাষা! চিৎকারে মুখরিত রাজপথ
কালো কাপরে বাঁধা চোখেও আমি দেখেছি, তুমি চাওনি।
কত শহীদের রক্তের বিনিময় আমার বাংলা্ ভাষা
পেয়েছি মনের গহীনে তুামি তার কিছু টের পাওনি।
আজও তুমি বলো আধো বাংলা, আধো ইংরেজি, হিন্দি
আমি চেয়েছি আমরই বাংলা তুমি যা কোনদিন শিখোনি।
প্রয়োজনে বলো মানা নেই কোন ভিনদেশী ঐ ভাষাতে
নিজস্বতাহীনতায় কোন লাভ নেই তুমি যা বোঝনি বোঝনি।
আমার ভাষা! মায়ের ভাষা! রহতম এক রহিমের
তুমি তো আছো মরিচিকার পিছে অধর্ম কি তা বোঝনি।
আমার ভাষা আমার গর্ব আমার প্রেমের কবিতা
প্রহসন রেখে সমুখে আসো আমায় যে তুমি দেখোনি।
আমারই মাঝে আমার ভাষা করছে বিচরণ প্রতিদিন
বলো বাংলা আমার, এ ভাষা আমার, না তুমি কিছু বলোনি।
এসো সখা সখি ভাষার পরবে বাংলা ধ্বণিত যেখানে
দেশের মানুষ যারা আজো এখনো এখানে আসোনি।
নিজের ভাষায় কথা্বলি, নিজের প্রাণে এসো হাসি
করবনা ধার ভিন্ন ভাষা আমার ভাষাই সর্বাশী।
নিজ দেশ ফুল পাখির গানে ভাসে বাংলা ভাষার ধ্বণি
বাংলা আমার ভালোবাসা, জীবন-মরন ও প্রার্থণার বানী।
তানিয়া খান
সময়: রাত ৮:২৫মি.
তারিখ:
২০ ফেব্রুয়ারি ২০১৫ইং
৮ ফাল্গুণ, ১৪২১বাং
মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা....।
সকল শহীদের জন্য.... শ্রদ্ধাঞ্জলী ও অফুরন্ত দো’য়া।