ডেকি মোরগের মতো চক্কর খাইতে খাইতে ভাবে, প্রশংসা, নাকি হুল ফুটাইলো!
পড়ে।
আবারও পড়ে।
বহুবার পড়ে। প্রথমবার বুঝে উঠবার আগ পর্যন্ত শতবার পড়ে।
তারপর 'ইউরেকা, ইউরেকা' বলে চিৎকার দিয়া ওঠে।
লাফাইতে লাফাইতে বলে- ইউরেকা, আমারে আসমানে উঠাইছে রে!
দৌড়াইয়া আসে।
লাফাইতে লাফাইতে দৌড়াইয়া আসে।
কৃতজ্ঞতায় চরণভূমিতে লুটাইয়া পড়ে
আর গড়াগড়ি খায়।
পড়ে।
পড়তে পড়তে ঘরে ফিরা যায়।
ঘরে ফিরা আবার পড়ে। আবার পড়ে।
দ্বিতীয়বার বুঝে উঠবার আগ পর্যন্ত পড়তেই থাকে।
শেষমেষ যখন বুঝে গেলো, ততক্ষণে হুলের বেদনায় তার ফানুস শরীরে ১০৫ ডিগ্রী জ্বর এসে গেছে।
কপালে চক্কর থাকলে এইভাবেই খাইতে হয়।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৩