somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা ২০১৯, বই ৪৮. ৪৯. ৫০. ৫১

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#বইমেলা২০১৯
#বই৪৮৪৯৫০৫১

৪৮.

আচমকা উনার প্রোফাইল দেখি, বাপ্পী ভাই জানালেন উনার এটি প্রথম বই।

লেখিকা তো শুধু লেখিকা না, উনাকে আসমানের মালিক আল্লাহ একদম ভরপুর শৈল্পিক গুণ হিসেবে জমিনে পাঠিয়েছে।

একই সাথে উনি একজন গায়িকা, যার একটি নতুন অ্যালবাম সম্ভবত ৩ ফেব্রুয়ারি আসছে।

একই সাথে উনি লেখিকা, যার বই আপনারা শীঘ্র পড়বেন।

অধিকিন্তু, তিনি একজন দুর্দান্ত মহিলা প্রতিমাণ (ফিমেল মডেল),

একজন নান্দনিক কবি,

একজন মিষ্টি সুরে মোহ জাগানো কন্ঠের গায়িকা।

এর আগে, সবার আগে, উনি একজন ডাক্তার।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজে উনি এখন পড়ছেন!

ডাক্তারি পড়েও এত্তোকিছু করা যায়!

বাপরে!!

কিভাবে সম্ভব?!

উত্তর তো সবার প্রমাণে আছে এখন।

আর, যদি এখন বইয়ের কথা বলতে চাই, তবে.....

থ্রিলার বরাবরের মতো আমার দূর্বল স্থান, এরসাথে আবার রোমান্টিক, উপর্যুক্ত হিসেবে সাইকোলজিক্যাল।

দেশের সাহিত্যে রোমান্টিক থ্রিলার নেই, থাকলেও নেই। তবে, লেখিকা'র এই বইটি আমার আক্ষেপ হয়তো মিটিয়ে দিবে।

আর,

অন্যদিকে, বেশ ভালো হলো। কারণ, নিজেও রোমান্টিক-থ্রিলার লেখছি।

এবার না হয় লেখিকার বই পড়ে কিছু শিখতে পারা যাবে। তবে, লেখিকার বইতে মনস্তত্ত্ব আর রোমান্স প্রাধান্য পেয়েছে।

বইটির প্লট সম্পর্কে সামান্য কিছু ক্লুঃ

প্রান্তি- অসম্ভব প্রাণবন্ত একটি মেয়ে। জীবনকে দেখতে শিখেছে একটু অন্যভাবে। পড়াশুনা,লেখালেখি,গান,বন্ধুবান্ধব-সবাইকে নিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল বেশ।

হঠাৎ একদিন প্রান্তির জীবনের চিরচেনা সমীকরণ পলকেই পাল্টে গেলো। বাংলাদেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা এন এস আই এর একজন এজেন্ট হিসেবে দেশে হতে যাওয়া এক সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করার দায়িত্ব এসে পড়ল প্রান্তির কাঁধে।

এক সন্ত্রাসবাদীর জীবনের সাথে নিজের জীবন জড়াতে বাধ্য হল প্রান্তি। এক অভিনব চিত্রনাট্য অনুযায়ী সেই সন্ত্রাসবাদীর সাথে প্রতি মুহূর্তে ভালোবাসার অভিনয় করতে লাগল।

উদ্দেশ্য হামলা সম্পর্কে তথ্য সংগ্রহ! এরপর থেকেই সমান্তরাল দুই পৃথিবীতে বসবাস ওর। দ্বিতীয় জগতের প্রতি মুহূর্ত কাটে অনিশ্চয়তায়-'এই বুঝি ধরা পড়ে যাব'। প্রতি পদক্ষেপে ধূসর মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক রহস্যের জট খোলে প্রান্তি।

লক্ষ্য পূরণের কাছাকাছি যেতেই ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

প্রান্তি বুঝতে পারল ও আসলে এক বৃত্তে বন্দি হয়ে পড়েছে। মুক্তি কি আছে ওর?

রহস্যের সমাধানটুকু জানতে হলে চলে আসুন, আসুন...

প্রকাশনঃ অন্বেষা
প্যাভিলিয়ন নম্বরঃ ১৮
বইয়ের ধরনঃ মনস্তাত্ত্বিক রোমান্টিক রহস্য
পৃষ্ঠা সংখাঃ ১৫৮

বলছিলাম নবীন লেখিকা ও নান্দনিক সাহিত্যানুরাগী Maliha Tabassum Smita এর কথা।

আপনার প্রথম বই ছড়িয়ে যাক উচ্চে, আপনি ছড়িয়ে যান প্রাচ্যে!



৪৯.

লেখক ও গায়ক আমাদের বেশ প্রিয় আর সেলেব্রেটি Bappy ভাই।

অনেক বছর পর, #নিশাচর এর পর এবারের বইমেলায় ভাইয়ের "হার না মানা অন্ধকার" আবারো আসছে।

দুর্দান্ত এক কাহিনী নিয়ে 'বাতিঘর' থেকে বেরিয়ে আসছে সবকিছু। আগুন হয়ে পুড়িয়ে দিবে গত বইয়ের মতো এটিও।

বইয়ের প্রচ্ছদ এখনো আসে নি, তাই ছবি দেওয়া সম্ভব হচ্ছে না। আসামাত্র, জানিয়ে দেওয়া হবে।

"হার না মানা অন্ধকার" এর কাহিনী সংক্ষেপঃ

ট্যাবলয়েড পত্রিকা 'সত্য-কলাম'কে টিকিয়ে রাখতে
প্রকাশক রফিক শিকদার সাহায্যের আবেদন নিয়ে
ছুটে গেলো দীর্ঘদিনের বন্ধু’র কাছে।

এক ভয়াবহ অভিজ্ঞতার মুখিমুখি হয়ে তার মনে পড়ে
নিজের ফেলে আসা অতীতের কথা।

কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সে।

আর এ সিদ্ধান্তের জন্যই রফিক শিকদার দেখলো, শুনলো এবং জানলো উদ্ভট কিছু ঘটনার কথা।

অবশেষে মানতেও বাধ্য হলো, আলো'র বিপরীতেই আছে আঁধার।

হার না মানা অন্ধকার।

সুপার ন্যাচারাল ধারার এই নোভেলাতে উঠে এসেছে অদ্ভুত কিছু ভয়ের উপাখ্যান!

উফফ!!

কি দারুণ, তাই না?

আর, যারা #নিশাচর পড়েন নি, তাদের জন্য কাহিনী সংক্ষেপঃ

নাফিস এক হতাশাগ্রস্ত যুবক, সিদ্ধান্ত নিয়েছে আজকেই হবে তার জীবনের শেষ দিন।

ওদিকে শৈশবে নানা অবহেলা আর বঞ্চনার শিকার গনিউলের চোখে ধ্বংসের নেশা।

ইমাদুল হাসান ভাবছে আজ রাতের ডিউটিটা কখন শেষ হবে। আদৌ শেষ হবে তো?

দায়িত্ববান সাফওয়াত খুঁজছে মুক্তির পথ।

কিন্তু, এদের সবার নিয়তি এক সুতোয় গাঁথা-যেখানে সিকান্দার চায় রক্তের হোলিউৎসব!

এমনই কিছু নিশাচর মানুষদের এক রাতের গল্প এটি... সুদীর্ঘ যে রাত শেষ হতেই চায় না !

ভাবছেন, মার্ডার থ্রিলার বা সমকালীন কিছু!?

ভুল করবেন এটা ভাবলে!!

পড়ার আমন্ত্রণ।

এবার বাতিঘরের স্টলঃ ১১৫-১১৬


৫০.

Kishor Pasha Imon এর বেশ দুর্দান্ত আর চমকপ্রদ বই আসছে #ছারপোকা নামে, বাতিঘর থেকে।

বাতিঘর এখনো সেটির প্রচ্ছদ প্রকাশ করে নি, হাতে পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

তবে, কাহিনীর মধ্যে রয়েছে দুর্দান্ততা। নামের মাঝেও রয়েছে বেশ রহস্যময়তা।

৫১.

সাই-ফাই লেখক সুলতান আযম সজল, যার বইয়ের কাহিনী পড়বার পর আমার মনে হয়েছে এটা পড়া উচিত।

পড়তে হবে।

ফ্ল্যাপ থেকেঃ

অবশেষে ধরা পড়ে গেছে একজন, যে আড়াই’শ বছর ধরে পলাতক। এখন ছিনিয়ে নেওয়া হবে যা তার ছিল।
কী নিয়ে সে পালিয়েছিল? কেনই বা পালিয়েছিল? কোথায় পালিয়েছিল?

তনিমাই বা কেন মরিয়া হয়ে উঠলো, তার পূর্ব প্রজন্মদের দেওয়া কথা রাখার জন্য! সে কি পারবে সেই স্বপ্নপূরণ করতে?

হাইকিং করতে আসা ছেলেটি কে? কী তার উদ্দেশ্য। কেনই বা সে সাহায্যের হাত বাড়িয়ে দিতে লাগলো আজাদকে নিজের অজান্তে। . জাফতিন কি পারবে ভালোবাসার মানুষকে পেতে? নাকি পাওয়ার পরও হেরে যেতে হবে তাকে ভালোবাসার মানুষের জীবন থেকে?

ড. একরাম কিভাবে সফল হয়েছে তার গোপন পরিকল্পনায়! কতটুকুই বা সফল হয়েছে? . বায়োবট কি আসলেই শান্তি নিয়ে আসবে নাকি অশান্তি! . ক্রমে ক্রমে খোলাসা হয় অনেককিছু। জানা যায়, আসলে কে পলাতক। কিসের জন্য পলাতক। কার জন্য পলাতক।

বেরিয়ে আসে এমন সব সত্য যা জানা ছিল না কারোই। উঠে আসে এমন কিছু যা করে দেয় স্তব্ধ। . সবকিছুর উত্তর ও ব্যাখ্যা পাওয়া যাবে সজল চৌধুরী’র “পলাতক” বইটিতে।

পাঠককে আমন্ত্রণ অদ্ভুত ও ভয়ঙ্কর সত্যের এক সাই ফাই থ্রিলারের জগতে।

#বইয়েরদুনিয়ায়স্বাগতম


সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুম্মাবার

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪০

জুম্মাবার
সাইফুল ইসলাম সাঈফ

প্রতি শুক্রবার ইমাম এর নেতৃত্ব
মেনে নিয়ে আমরা মুসলিমরা
হই একত্রিত, হই সম্মিলিত
ভুলে যাই সবাই হৃদয় ক্ষত!
খুতবা শুনি আমরা একাগ্রচিত্তে
চলে আসি সকলে একই বৃত্তে।
কানায় কানায় পরিপূর্ণ প্রতিটি মসজিদ
ঐক্য... ...বাকিটুকু পড়ুন

আমরা শান্তিপ্রিয় মানুষেরা একজোট হতে চাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫১



ভারত - পাকিস্তান যুদ্ধ বন্ধে কি করতে পারি আমরা? একজন নীতিবান, যুদ্ধবিরোধী ও মানবতাবাদী মানুষ হিসেবে একক এবং সঙ্ঘবদ্ধ ভাবে আমরা অনেক কিছু করতে পারি। চলুন নিচে দেখা যাক... ...বাকিটুকু পড়ুন

অপারেশন সিদুঁর বনাম অপারেশন নারায়ে তাকবীরের নেপথ্যে !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৫ রাত ৯:২৮


বলতে না বলতেই যুদ্ধটা শুরু হয়ে গেল। না, যুদ্ধ না বলাই ভালো—রাষ্ট্রীয় অভিনয় বলা ভালো। ভারত ও পাকিস্তান আবার সীমান্তে একে অপরকে চেঁচিয়ে বলছে, "তুই গো-মূত্রখোর ", "তোর দেশ জঙ্গি"।... ...বাকিটুকু পড়ুন

সেই পুরোনো সিনেমা

লিখেছেন প্রফেসর সাহেব, ০৮ ই মে, ২০২৫ রাত ১:০৮



ঘটনা হইতেছে, পাকিস্তান জ*গী পাঠাইয়া আক্রমণ করাইছে।

ভারত বলছে 'কাম কি করলি? তোর সাথে যুদ্ধ'। পাকিস্তান বলছে 'মাইরেন না মাইরেন না আমরা মারিনাই, ওই কুলাংগার জ*গীরা মারছে'

'আমরা আপনাগরে ওদের... ...বাকিটুকু পড়ুন

শেষমেষ লুইচ্চা হামিদও পালিয়ে গেলো!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:০৩



৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয় ফেসিস্ট হাসিনা ও তার দল আম্লিগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছে দলটির চোরচোট্টা নেতাকর্মীরা। অনেক চোরচোট্টা দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলো আম্লিগ সরকারের... ...বাকিটুকু পড়ুন

×