#বইমেলা২০১৯
#বই২৩২৪২৫২৬২৭
২৩. ২৪. ২৫. ২৬. ২৭.
২৩.
বইয়ের নাম- #মিশন_হাকিম_নগর'৭১
লেখক- Nisa Mahjabin
ধরণ- #উপন্যাস
প্রচ্ছদ- #ফাইজা_ইসলাম
প্রকাশনী- #পেন্সিল_পাবলিকেশনস
মূল্য- শীঘ্রই জানানো হবে।
প্রি অর্ডার- কয়েকদিনের মধ্যেই শুরু হবে আশা করছি।
#বইয়ের_ফ্ল্যাপ_থেকে...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কেবল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধজয়ের ইতিহাসই ছিল না, বাঙালীদের টুকরো টুকরো স্বপ্নগুলোকে নতুন করে গাঁথার গল্পও ছিল।
তাদের জীবনের হাসি-আনন্দ, কষ্ট, দীর্ঘশ্বাস, বাতাসে ভেসে বেড়ানো হাহাকার- সবকিছুকে বন্দী করা হয়েছে নিসা মাহজাবীনের দ্বিতীয় গ্রন্থ 'মিশন হাকিম নগর '৭১' এ।
উপন্যাসের পাতা জুড়ে যে চরিত্ররা ভিড় জমিয়েছে তারা যেন রক্তমাংসেরই কোন মানুষ। লেখকের কলমের আঁচড়ে তাদের অনুভূতিগুলো হয়েছে আরো জীবন্ত, আরো সংবেদনশীল।
খেটে খাওয়া সংগ্রামী মানুষগুলো যখন একদিকে প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে হাতে লাঠি নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে, আরেকদিকে তাদেরই কেউকেউ ভীতসন্ত্রস্ত হয়ে অনিশ্চয়তার পথে পাড়ি জমায়।
নিষ্পাপ মানুষগুলোর বীভৎস মৃত্যুদৃশ্য পাঠককে যেমন নাড়া দেয়, তেমনি ঈশিতা, আসাদ ডাক্তার, গণি মাঝির মতো চরিত্রদের অসীম সাহস পাঠকের হৃদয়কে আন্দোলিত করে।
সবকিছু মিলে এক অদ্ভুত বেদনা, ভালবাসা আর তৃপ্তির গল্প নিয়ে এই উপন্যাস।
২৪.
লেখিকা Tahira Kohinur
"চারদিকে উঠুক কলরব
অবয়ব আর অবয়ব
এই সুখ স্বপ্নে রাত কাটে নির্ঘুম ;
হে প্রভু! এ আমি কি হয়ে গেলুম?"
বুঝেন নাই ব্যাপারটা,ওই আরকি আমার বাচ্চাটার কথা বলছিলাম "অবয়ব"।
নতুন লেখিকার হওয়ার সাথে সাথে রহস্যময় শব্দের অধিকারী তিনি। এবং, সৌভাগ্যবশত, আমি উনার বইয়ের প্রথম প্রি অর্ডারকারী!
প্রি-অর্ডারের সময় আর মাত্র দুইদিন।বিকাশ পেমেন্টের মাধ্যমে অর্ডার করে ফেলুন।অর্ডার করার জন্য আমাকে নক করতে পারেন।
অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে,প্রানের মেলা অমর একুশে বই মেলা।স্টল নং ২৩৪ এ "অবয়ব" এবং দাঁড়িকমার অন্যান্য সকল বই।
বইঃঅবয়ব
প্রকাশনীঃদাঁড়িকমা
স্টল ন:২৩৪
২৫.
বই- ইরা
জনরা- ছোটগল্প
প্রকাশনী- দাঁড়িকমা
মূল্য- ১৬০
প্রচ্ছদ- আবিদ আল আহসান
নামলিপি- আল মামুন
লেখকঃ Naqib Muhammad Habibullah
একবার যে প্রেমিকার ঠোঁটে চুমু খেয়েছে, নরকের আগুণ সেই ঠোঁট স্পর্শ করতে সহস্র বছর পেরিয়ে যাবে৷
প্রেমিকার শরীরে যে একবার হারিয়ে গেছে, স্বর্গের সুখ তার কাছে প্রিয় হতে কোটি বছর সময় নেবে৷
- ইরা।।
আসছে.....
২৬.
লেখিকা জান্নাতুন নুর দিশা এর বই আমার হাতে পৌঁছে গিয়েছে প্রি অর্ডারের মাধ্যমে।
কিছু পড়ছি আর মুগ্ধ হচ্ছি।
কবিরা যেন মায়াবী, সাথে গুণবতী আর রূপবতী!
মোহের মাঝে হারিয়ে যাচ্ছি আমি ধীরে ধীরে!!
"আমি ওদের প্রেমের কবিতা শোনালাম।
ওরা বলল, "তরুণ বয়স, প্রেম ছাড়া আর কীইবা লিখবে!"
ওরা বলল সমাজ, সংস্কার, দায়বদ্ধতার গল্প।
অথচ যে প্রেম বোঝে না, সে কখনো বিপ্লবী হতে পারবে না।
যে ঘর ভালোবাসে নি, সে কখনো দেশ নিয়ে লিখতে পারবে না।
ঘরণী যার চোখে মায়া লাগায় না, তার চোখ অন্ধকার ছাড়া কিছু অনুভব করবে না।
যারা প্রেমের কবিতা ভালোবাসে না, তাদের চোখ মরে গেছে।
তারা কখনো যুদ্ধে যেতে পারবে না।
যে প্রেমের কথা বলে, সে আর যাই হোক বৃদ্ধ হয়ে যায় নি।
বৃদ্ধের কাজ যুদ্ধ নয়।
জীবন যুদ্ধে প্রেম বরাবরই শাণিত অস্ত্র।
আমি ওদের মঞ্চে আরও এক হাজার বার প্রেমের কবিতা শোনাব।"
জান্নাতুন নুর দিশা।
২৭.
লেখকের কিছু বক্তব্য, লেখক বেশ সুপরিচিত উনার কর্মকান্ডে। মিঞা শোভন এর কথা বলছিলাম।
অনেক লেখককে বলতে শুনেছি যে তারা টাকার জন্য লিখেন না। তাদের হৃদয়ের গভীরে লেখার তাড়না থেকে লিখেন।
এমন কি বই প্রকাশের পর কোন টাকাও নেন না প্রকাশকের কাছে।
আমি আমার প্রকাশক কে বই প্রকাশ করা নিয়ে যখন কথা হচ্ছিল তখনই বলে রেখেছি , " বইয়ের বেচাবিক্রি ভালো হলে আমারে ট্যাকা টুকা যত বেশি দেয়া যায় সেই চেষ্টা কইরো..... "
উল্লেখ্য, বইয়ের প্রকাশক Rumman Tarshfiq
সে নতুন প্রকাশক। তার প্রকাশনীর নাম পেন্ডুলাম প্রকাশনী।
আমার মত একজন নতুন লেখকের বই এই প্রকাশনী প্রকাশ করছে। আমার কাছে একটা টাকাও নেয় নি।
এটা কি আমাদের মত নতুন লেখকদের জন্য অনেক বেশি স্বস্তির একটা ব্যাপার না?
স্টল নম্বরঃ ৫৮৯
দেখা হবে ৫৮৯ নম্বর স্টলের সামনে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭